শেষ আপডেট: 23rd September 2024 21:40
অন্বেষা বিশ্বাস
এ বছরের পুজোর আমেজটা যেন একটু অন্যরকম। মন ভাল নেই শহরের। চারিদিকে হাহাকারের শব্দ। বিচার পাওয়ার চিৎকার। ছাতিম ফুলের গন্ধে সাড়া দিচ্ছে না কলকাতাবাসী। ধুনোর গন্ধও যেন ফ্যাকাশে। অথচ ক্যালেন্ডার বলছে পুজো এসে গিয়েছে। প্রস্তুতি চলছে ঠিকই। কিন্তু প্রতিবছরের মতো কলকাতার সেই উৎসবের আবহই নেই।
জাঁকজমক এবং থিমের ভিড়ে সাবেকিয়ানার উপর ধুলোর আস্তরণ জমছে একটু একটু করে। কিন্তু এখনও শহর কলকাতায় সাবেকি পুজো যে কয়টি টিকে রয়েছে, ভবানীপুরের মল্লিকবাড়ি তার মধ্যে অন্যতম।
ভবানীপুরের আদি বাড়িতে মল্লিক বাড়ির পুজো যুগ যুগ ধরে বিখ্যাত টলিপাড়ায়। আমন্ত্রিত থাকেন টলিউডের একগুচ্ছ তারকা। তবে পুজোর আয়োজন থেকে ভোগ বিতরণ, সবটা একা হাতেই সামলান তাঁর মেয়ে কোয়েল। দেখা যায় অপরূপ সাজে।
কিন্তু এবার? ১০০ বছরে পা রাখলেও প্রতিবারের আড়ম্বরকে ছোঁবে না রঞ্জিত মল্লিক ও কোয়েল মল্লিকের পুজো। আয়োজন হবে বাড়িতেই। ১০০ বছরে মল্লিক বাড়ির পুজো কোনওদিন বন্ধ হয়নি। এবারেও তা হবে না। তবে এই প্রথম বাড়ির দরজা বন্ধ থাকবে। খোলা হবে না জনসাধারণের জন্য।
পুজোর চারটে দিন তাঁদের বাড়িতে প্রতিমা দর্শনের পাশাপাশি আরও একটি বিশেষ আকর্ষণ থাকে। তা হল, বিভিন্ন তারকাদের দেখতে পাওয়া। তাঁরা আসেন মল্লিক বাড়ির পূজোয়। মেতে থাকেন আনন্দে। তবে ১০০ বছরের পুজোয় এই প্রথম বদলাবে এই নিয়ম। সাধারণ মানুষ এবার মল্লিকবাড়ির ঠাকুর দেখতে পাবেন না। কারণ কোয়েলের মতে, এবারের পুজোটা শুধু পুজোই। কোনও উৎসব না। তবে অন্যান্য বছরের তুলনায় এবার যে মল্লিক বাড়ির পুজো কিছুটা ম্নান, তা আর বলার অপেক্ষা রাখে না।