শেষ আপডেট: 30th November 2023 14:35
দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ প্রেমপর্বের বুধবার সন্ধেয় মণিপুরের ইম্ফলে চারহাত এক হল অভিনেতা রণদীপ হুড্ডা এবং মডেল-অভিনেত্রী লিন লাইশরামের। বিয়ের থিম ছিল মহাভারত। যেহেতু এই মহাকাব্যের সঙ্গে মণিপুরের একটা বড় সম্পর্ক রয়েছে, তাই যুগলে সিদ্ধান্ত নেন তাঁদের বিয়েতেও একই থিম বজায় রাখবেন। সেই মতো মণিপুরের সাবেকি মেইতেই রীতি মেনে, সাদা পোশাক পরে বিয়ে করলেন তাঁরা। বুধবার রাত থেকেই রণদীপ-লিনের বিয়ের ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
এমনিতে রণদীপ বলিপাড়ায় বেশ পরিচিত নাম। টুকটাক হিন্দি ছবিতে প্রধান চরিত্রে থাকলেও খলনায়ক হিসাবেও একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। সলমন খানের সঙ্গে একাধিক সিনেমায় দেখা গিয়েছে তাঁকে। সেদিক থেকে তাঁর প্রেমিকা তথা বর্তমান স্ত্রী লিন বলিউডের দর্শকদের কাছে খুব একটা চেনা নাম নয়। তবে অনেকেই হয়তো জানেন না, এই লিন বেশ কয়েক বছর আগেই কাজ করে ফেলেছেন শাহরুখের সঙ্গে। ছবিতে তাঁর চরিত্রের উপস্থিতি যদিও খুব একটা ছিল না।
সিনেমাটিতে লিন অভিনয় করেছিলেন শাহরুখের সহকারীর ভূমিকায়। তাই গল্পে বেশিরভাগ সময় শাহরুখের সঙ্গেই অভিনয় করেছিলেন তিনি। কিং খানের ভক্ত, অথচ সিনেমাটি দেখেননি, এমন দর্শক ভূভারতে খুঁজে পাওয়া সত্যিই দুষ্কর। কিন্তু লিনকে চিনতে পারা সেখানে সহজ কাজ নয়। তবে শুধু শাহরুখ বলা ভুল, ছবিতে লিনকে দেখা গিয়েছিল দীপিকার সঙ্গেও। এবার হয়তো অনেকেই অনুমান করতে পারবেন সেই ছবির নাম। শাহরুখ এবং দীপিকা অভিনীত এই ছবিটির নাম ‘ওম শান্তি ওম’।
ফারহা খান পরিচালিত এই ছবিটি আদতে পুনর্জন্মের গল্প নিয়ে তৈরি। যেখানে শাহরুখ ও দীপিকা—দু’জনকেই দেখা গিয়েছিল দ্বৈত চরিত্রে। সিনেমায় দ্বিতীয় জন্মে শাহরুখ অভিনয় করেছিলেন সুপারস্টার ওম কাপুরের চরিত্রে। সেখানেই তাঁর সহকারী সদস্যদের মধ্যে ছিলেন লিন লাইশরাম। এছাড়াও সম্প্রতি করিনা কাপুর, বিজয় বর্মা, জয়দীপ আহলাওয়াত অভিনীত ‘জানে জান’ ছবিতেও অভিনয় করেছেন তিনি। এছাড়াও তাঁকে দেখা গিয়েছে বিশাল ভরদ্বাজের ‘রেঙ্গুন’ ছবিতেও।