শেষ আপডেট: 28th September 2024 16:17
দ্য ওয়াল ব্যুরো: শনিবার ৪২ বছরে পা দিলেন রণবীর কাপুর। জন্মদিনের শুভ লগ্নে সামনে এল তাঁর নতুন ব্র্যান্ডের নাম। এবার তাঁকে জন্মদিনে শুভেচ্ছা জানানোর পাশাপাশি নতুন যাত্রার জন্য শুভকামনা জানালেন মা নীতু কাপুর। নিজের ইনস্টা হ্যান্ডেলে একটি পোস্ট করে নীতু লেখেন, 'ছেলে, ভাই, স্বামী, বাবা ও এবার কর্ণধার। নতুন ভূমিকায় এবারের জন্মদিন কাটুক আরও বিশেষ ভাবে।'
অভিনয়ের পাশাপাশি বিভিন্ন ব্যবসায় নিয়োগ করতে দেখা যায় অভিনেতাদের। পোশাক বা অ্যাকসেসরিজের ব্র্যান্ড রয়েছে অনেক সেলেবের। সেই তালিকায় এবার নাম জুড়ল আর কে-র।
নীতু কাপুর যে ভিডিও শেয়ার করেছেন, সেখানে দেখা যাচ্ছে একটি মাঠে শুয়ে রয়েছে রণবীর ও আঙুল দিয়ে আকাশের গায়ে এঁকে দিচ্ছেন নিজের ব্র্যান্ডের নাম। এটি যে জুতোর ব্র্যান্ড, লোগো দেখে তা বোঝা না গেলেও, বলিউডে কান পাতলেই শোনা যাচ্ছে একটি স্নিকারের ব্র্যান্ড নিয়ে হাজির হতে চলেছেন অভিনেতা।
'ARKS' নামের ওই ব্র্যান্ড স্ত্রী আলিয়া ও মেয়ে রাহার নামেই রেখেছেন বলে মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, গতকাল রাতে ছেলের জন্মদিন উদযাপন করতে তাঁর বাড়িতে আসেন নীতু। গাড়ির ভিতর থেকেই হাসি মুখে পাপারাৎজিদের দিকে হাত নাড়ান অভিনেত্রী।
এদিকে, শনিবারই জানা যায়, ২০২৫ এ আসছে ধুম সিরিজের চতুর্থ সিনেমা, 'ধুম ফোর।' তাতে রণবীর কাপুর থাকছেন বলেই কানাঘুষো শোনা যাচ্ছে। তবে এবিষয়ে ধুম ফোরের কারও তরফে কোনও কিছু জানা যায়নি। রণবীর বা তাঁর কলাকুশলীদের থেকেও কিছু জানা যায়নি।