Latest News

সেলফি তুলতে এসেছিলেন ফ্যান, তাঁর মোবাইলটাই ছুড়ে ফেলে দিলেন রণবীর! ভিডিও ভাইরাল

দ্য ওয়াল ব্যুরো: প্রিয় তারকাকে দেখতে পেয়েই একেবারে কাছে চলে এসেছিলেন তরুণ অনুরাগী। পকেট থেকে মোবাইল বের করে সেলফি তোলার চেষ্টা করছিলেন পছন্দের অভিনেতার সঙ্গে। প্রাথমিকভাবে বেশ হাসিমুখেই পোজ দিচ্ছিলেন অভিনেতা। কিন্তু বেশ কয়েকবার ক্লিক করার পরেও কোনও ছবিই পছন্দ হচ্ছিল না ফ্যানের। এরপরেই তরুণের কাছ থেকে তাঁর মোবাইলটি চেয়ে নিয়ে সটান তা ছুড়ে ফেলে দিলেন তারকা অভিনেতা! তাঁর রুদ্রমূর্তির সেই ভিডিও নেটমাধ্যমে ভাইরাল হয়ে গেছে ইতিমধ্যেই, যা দেখে হতবাক নেটিজেনরা।

তারকাটি আর কেউ নয়, রণবীর কাপুর (Ranbir Kapoor Throws Away Fan’s Phone)। মাত্র ১৬ সেকেন্ডের ছোট্ট ভিডিওতে দেখা যাচ্ছে, অভিনেতার সঙ্গে নিজের সেলফি তোলার চেষ্টা করছেন এক ফ্যান। রণবীর শুরুতে দিব্যি সুন্দর হাসিমুখে পোজ দিচ্ছিলেন। কিন্তু একাধিক ছবি তোলার পরেও কোনওটাই মনঃপুত হচ্ছিল না তরুণ অনুরাগীর। এতেই রেগে ওঠেন তারকা অভিনেতা। শান্তভাবেই তরুণের কাছ থেকে তাঁর মোবাইলটি চেয়ে নেন তিনি। ভক্ত তাঁকে বিশ্বাস করে ফোনটি হাতে দিতেই লাল রঙের সেই মোবাইলটি সোজা পিছনে ছুড়ে ফেলে দিতে দেখা যায় রণবীরকে।

ভিডিওটি রীতিমতো ভাইরাল হয়ে গেছে ইন্টারনেটে। সেটি দেখে তাজ্জব নেটিজেনরা। যদিও অভিনেতার ভক্তদের অনেকেরই দাবি, এটি আসলে একটি প্রমোশনাল ভিডিও। একটি মোবাইল ব্র্যান্ডের হয়ে প্রচারের অংশ হিসেবেই এমন কাজ করেছেন তিনি, দাবি নেটিজেনদের একাংশের।

টুইটারে ‘#AngryRanbirKapoor’ হ্যাশট্যাগ দিয়ে ছড়িয়ে পড়া সেই ভিডিওর মন্তব্য সেকশনে একজন লিখেছেন, ‘এটা একটা বিজ্ঞাপন, মানুষকে ভুল পথে চালিত করবেন না।’

‘উনি (রণবীর) ওঁকে (ভক্তকে) একটা আরও ভাল ফোন দিতে চান,’ দাবি অন্য একজনের।

যদিও কোনটা সত্যি, কোনটা মিথ্যে তা এখনও জানা যায়নি। ভিডিওটি কি আদৌ কোনও বিজ্ঞাপনী প্রচারের অংশ, নাকি সত্যিই ফ্যানের উপর রেগে গিয়ে এমন কাজ করেছেন অভিনেতা, তা এখনও স্পষ্ট নয়।

প্রেসিডেন্সিতে চলছিল বিবিসির মোদী তথ্যচিত্র, হঠাৎ লোডশেডিং, উত্তাল আন্দোলন, তারপর?

You might also like