শেষ আপডেট: 3 December 2023 11:44
দ্য ওয়াল ব্যুরো: ১ ডিসেম্বর, শুক্রবার মুক্তি পেয়েছে ‘অ্যানিমাল’। রণবীর কাপুর অভিনীত এই ছবি গত দু’দিনে বিশ্বজুড়ে ২৩৬ কোটি টাকা আয় করে ফেলেছে। বক্স অফিসে রীতিমতো গর্জন করছে পরিচালক সন্দীপ রেড্ডি ভঙ্গার নতুন সিনেমা। শাহরুখের ‘পাঠান’, ‘জওয়ান’-এর পর রণবীরের এই ছবি দেখতে দর্শকরা কাতারে কাতারে ভিড় জমাচ্ছেন সিনেমাহলে। অনেকেই বলছেন, ‘অ্যানিমাল’-এ রণবীর তাঁর কেরিয়ারের অন্যতম সেরা অভিনয় করেছেন। কিন্তু এই ছবিই নতুন বিতর্কের জন্ম দিয়েছে।
২০০৭ সালে বলিউডে হিরো রূপে পা রাখার পর থেকে মূলত রোম্যান্টিক হিরো হিসাবেই নিজের পরিচিতি তৈরি করেছিলেন রণবীর। ‘বচনা এ হাসিনো’, ‘অজব প্রেম কি গজব কাহানি’র মতো রম-কম তো বটেই, ‘রকস্টার’, ‘তামাশা’র মতো ভিন্নধারার ছবিতেও অনবদ্য অভিনয় করতে দেখা গিয়েছে অভিনেতাকে। আবার ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’, ‘তু ঝুঠি ম্যায় মক্কার’-এর ছবিতেও রণবীরের অভিনয় দর্শকদের মুগ্ধ করেছিল। তবে ‘অ্যানিমাল’-এ এসে তিনি সেসব চরিত্রগুলি থেকে ১৮০ ডিগ্রি ঘুরে গিয়েছেন।
‘অ্যানিমাল’-এ রণবীর দারুণ অভিনয় করেছেন, দর্শকও হলে গিয়ে হইহই করে ছবিটি দেখছেন। তারপরেও কেন ছবিটি নিয়ে বিতর্ক তৈরি হচ্ছে! কেন চলচ্চিত্র সমালোচক থেকে শুরু করে দর্শকদের একাংশ এই ছবির নির্মাতাদের একহাত নিচ্ছেন? এই সমালোচনার সবথেকে বড় কারণ—এর দর্শন। যাঁরা ছবিটির নিন্দায় সরব হয়েছেন, তাঁদের সবারই দাবি, এটি নারীবিদ্বেষী সিনেমা। এই ছবির মাধ্যমে নারীদের ছোট করে দেখানো তো হয়েইছে, একইসঙ্গে ‘টক্সিক ম্যাসকুলিনিটি’কেও উদযাপন করেছে।
এর পাশাপাশি নারীবিদ্বেষী কিছু মন্তব্যও রয়েছে ছবিজুড়ে। যেখানে ছবিটি হতে পারত বাবা-ছেলের সম্পর্কের, সেখানে তা সম্পূর্ণ ঘুরে গিয়ে হয়ে গেল নৃশংসতা এবং পেশি প্রদর্শনের। তবে ট্রেলার দেখে এমনটাই ধারণা করা হচ্ছিল। আর পরিচালক সন্দীপ রেড্ডি ভঙ্গা যে এমন সিনেমা বানাতে সিদ্ধহস্ত, তা এখন আর কারওই অজানা নয়। তেলুগুতে ‘অর্জুন রেড্ডি’ বা হিন্দিতে তারই রিমেক ‘কবীর সিং’ মুক্তির পর তাঁকে নিয়ে তীব্র সমালোচনা হয়েছিল। কিন্তু পরিচালক সেসব বিতর্কে বিন্দুমাত্র ভেঙে পড়েননি।
সেসময়েও পর্দায় নারীর বিরুদ্ধে দেখানো সহিংসতা নিয়ে সমালোচকরা প্রশ্ন তুলেছিলেন। কিন্তু বিতর্কের মুখেও সন্দীপ মাথা নোয়াননি। বরং গলার শির ফুলিয়ে বলেছিলেন, “আমি ভায়োলেন্সের কিছুই দেখাইনি। সেটা পরের সিনেমায় দেখাব।” যাঁরা ইতিমধ্যে ‘অ্যানিমাল’ দেখে ফেলেছেন, তাঁরা এককথায় স্বীকার করছেন যে, পরিচালক নিজের দেওয়া কথা রেখেছেন। তাই সমালোচকরা পরিচালকের দৃষ্টিভঙ্গি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। তবে এত বিতর্কেও সন্দীপ বা রণবীর, কেউই মুখ খোলেননি।