শেষ আপডেট: 25th December 2023 20:50
দ্য ওয়াল ব্যুরো: গত বছর সাত পাকে বাঁধা পড়েন রণবীর কাপূর এবং আলিয়া ভট্ট। এরপর ২০২২ সালের নভেম্বরে জন্ম হয় কপুর দম্পতির মেয়ে রাহা। তারপর থেকেই মেয়ের ছবি প্রকাশ্যে আনেননি তারকা দম্পতি। বিমানবন্দর হোক বা অন্য কোথাও যাওয়ার সময়ে মেয়ের মুখ সব সময়েই ঢেকে রেখেছেন তাঁরা।
জন্মের প্রায় এক বছর পর এই প্রথম মেয়েকে নিয়ে ক্যামেরার সামনে ধরা দিলেন রণবীর কাপুর এবং আলিয়া ভাট। মুহূর্তে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তারপরই রাহার সঙ্গে কাপুর বংশের মানুষদের মিল খুঁজে প্রতিক্রিয়া জানাতে থাকেন নেটিজেনরা।
এদিন আলিয়া এবং রণবীর মেয়ে রাহাকে নিয়ে বাইরে আসেন। ছোট্ট রাহাকে গোলাপি জামা পরে থাকতে দেখা যায়। সঙ্গে দুটো ঝুঁটি বাঁধা তার মাথায়। প্রথমবার সবার নজর কাড়ল রাহার চোখ দুটো। একরত্তির চোখের সঙ্গে তাঁর দাদুর বাবা, অর্থাৎ প্রপিতামহ রাজ কাপুরের চোখের মিল আছে। তবে কেবল রাজ কাপুর নয়, ঋষি কাপুরের চোখের সঙ্গেও মিল আছে রাহার।
দিদা নিতু কাপূর রাহার নাম রেখেছিল। কন্যার নাম ‘রাহা’ কেন রাখা হয়েছিল আর বিস্তারিত বিবরণ দিয়েছিলেন আলিয়া-রণবীর। জানিয়েছিলেন, নামের মানে। সংস্কৃত, বাংলা, আরবি এবং সোয়াহিলিতে এই নামের অর্থ ব্যাখ্যা করেছেন আলিয়া। তিনি জানিয়েছেন, সোয়াহিলিতে নামটির অর্থ আনন্দ। সংস্কৃতে রাহা হল বংশ। বাংলায় রাহা নামের অর্থ আরাম, বিশ্রাম এবং প্রশান্তি। আরবিতে এই নামের অর্থ শান্তি। এ ছাড়াও আনন্দ, আশীর্বাদ, স্বাধীনতা অর্থে রাহা শব্দের ব্যবহার রয়েছে।
প্রত্যেকবছরই ক্রিসমাসের দুপুরে এক ছাদের তলায় জমায়েত হয় পুরো কাপুর পরিবার। ক্রিসমাস ব্রাঞ্চে একই সঙ্গে দেখা যায় সবাইকে। এবারও সেইমতো আয়োজন করা হয়েছে সেই ক্রিসমাস ব্রাঞ্চ। সেখানে যাওয়ার আগেই পাপারাৎজিদের সঙ্গে মেয়ে রাহার পরিচয় করালেন রণবীর-আলিয়া।