শেষ আপডেট: 12th April 2024 20:19
দ্য ওয়াল ব্যুরো: এক সময় সলমান খানের সঙ্গে ক্যাটরিনা কাইফের প্রেমের কথা ছিল বলিপাড়ার ‘ওপেন সিক্রেট’। শোনা যায়, ক্যাটরিনার হয়ে চিত্রনাট্য বাছা থেকে পরিচালকদের কাছে সুপারিশ, সলমান নাকি সবই করতেন! এককথায় ক্যাটের কেরিয়ার নিজের হাতে গড়ে দিয়েছেন ভাইজান। কিন্তু আচমকাই বলিউডের সেই জুটির মাঝে চলে আসে রণবীর কাপুর। তবে নজর এড়িয়ে ‘আজব প্রেমের গজব কাহিনি’ যে কখন শুরু হয়ে যায় তা ধরতেই পারেননি সলমান। আর তারপর থেকেই সলমনের সঙ্গে দূরত্ব তৈরি হয় ঋষি কাপুর পুত্রের। অবশেষে মিটল দূরত্ব।
সময়ের সঙ্গে সম্পর্কে নতুন বাঁক আসে। ক্যাটরিনার সঙ্গে ব্রেক আপের পর রণবীরের জীবনে আসে আলিয়া ভাট। ২০২২ সালের এপ্রিলে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রণবীর-আলিয়া। সখ্যতা বজায় রাখলেও রণবীরকে এতদিন এড়িয়েই চলতেন ভাইজান। কিন্তু এই বছর ইদে বদলে গেল সেই ছবি! ১০ বছর বাদে খুশির ইদে সলমানের বাড়িতে সস্ত্রীক হাজির হলেন রণবীর কাপুর।
শুক্রবার ইদের দিন সলমান খানের গ্ল্যালাক্সি অ্যাপার্টমেন্টে ঢুকতে দেখা যায় রণবীর-আলিয়াকে। বলিউড সূত্রের খবর, ভাইজানের ইদে বিশেষ অতিথি ছিলেন তাঁরা।
সলমানের বাড়িতে রণবীর-আলিয়ার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যেখানে অভিনেতার বাড়ির এক কর্মীর সঙ্গে 'রণলিয়া'-কে দেখা যায়। ইদের দিন ভাইজানের বাংলো থেকে ভাইরাল হয় সেই ছবি। সলমনের বান্দ্রার বাড়ির এক কর্মীর সঙ্গে ছবি তুলতে দেখা গিয়েছে রণবীর-আলিয়াকে। ভাইরাল ছবিতে দেখা যায়, রণবীর-আলিয়ার পরনে সাদামাটা পোশাক। সাধারণ সালোয়ারেই সেজেছেন অভিনেত্রী। ক্লিনসেভ লুকে রয়েছেন ‘রাম’ রণবীর।
এদিকে সলমন-রণবীরের একসঙ্গে কাজ করার জল্পনা তুঙ্গে। কারও ধারণা, ‘নীতিশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’-এর কোনও চরিত্রেই হয়তো সলমনকে চাইছেন রণবীর কাপুর।’ কেউ বলছেন, ‘অ্যানিম্যাল ২’তে ভাইজানকে ক্যামিও চরিত্রের প্রস্তাব দিয়েছেন অভিনেতা।’ তবে কারণ যাই হোক না কেন, ইদের উৎসবে কাছাকাছি এলেন সলমন-রণবীর। তবে পর্দাতেও দুই সুপারস্টারকে একসঙ্গে দেখা যাবে কিনা তা শুধু সময়ের অপেক্ষা।