শেষ আপডেট: 7th November 2024 16:33
দ্য ওয়াল ব্যুরো: অগস্ট মাসে আরজি করের ঘটনার পর পথে নেমেছেন বহু মানুষ। সাধারণ মানুষের পাশাপাশি গর্জে উঠেছেন বিনোদন জগতের মানুষজনও। আন্দোলন, বিচারের দাবিতে মঞ্চ, মিটিং মিছিল, রাতদখল সবেতেই দেখা গিয়েছে টলিউডের পরিচিত মুখদের। এই আন্দোলনরত তারকাদের ভিড়ে দেখা মেলেনি অনির্বাণ ভট্টাচার্যর। রাজ্য রাজনীতি-সহ সাম্প্রতিক প্রায় সব ইস্যুতেই মুখ খুলতে দেখা গিয়েছে অভিনেতাকে, তাই আরজিকরের প্রতিবাদে সরব না হওয়ায় স্বাভাবিকভাবেই উঠেছে প্রশ্ন। এতদিন এ নিয়ে চুপ থাকলেও সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে মুখ খোলেন অভিনেতা স্বয়ং। আর তারপরই তাঁকে নাম না করে আক্রমণ করেন পরিচালক রাণা সরকার। ‘খোকা’ বলে সম্বোধনও করলেন তিনি।
তিনি আরও লেখেন, আরজিকরের আন্দোলনে সামিল না হওয়ার সিদ্ধান্ত অনেক ভেবেচিন্তে নিয়েছেন অনির্বাণ। বলেন, ‘আমি আমার কাজ নিয়ে কথা বলতে গিয়ে ফাউ ফুচকার মতো আন্দোলন আর আন্দোলন নিয়ে কথা বলতে গিয়ে ফাউ ফুচকার মতো সিরিজ আসছে, এটা বলতে পারব না। এই লুপে আমি থাকতে চাই না।’
তাঁর এই মন্তব্যের পর ফের পরিচালক রাণা সরকার নাম না করে করলেন কটাক্ষ। সাক্ষাৎকার সামনে আসার পরই বিবাহ অভিযানে অনির্বাণের ডায়ালগকে ব্যাঙ্গ করে সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘বক্তব্যের জন্য বিষ-খ্যাত একজন ফাউ ফুচকা ফ্লপ অভিনেতা আজ বলছে বক্তব্য দিয়ে না কি কিছু হবে না। ওরে আমার নেকু পুষু সন্টু সোনা.. কাজ করতে হলেও তো মালিকের পকেট থেকে বেরোতে হবে। না কি চিরকাল খোকা খোকা খেলবে?’
এখানে কোথাও অনির্বাণের নাম না করা হলেও, ‘খোকা’ বলতে ঠিক কাকে বোঝানো হয়েছে, তা বুঝতে অসুবিধা হয়নি কারও। এরপরই তিনি এই পোস্টে যোগ করেন, ‘এই দেশেতে থাকবে তো? নাকি এবার অন্য কোথাও যাবে বাবাধন?’
তাঁর এই পোস্টে কমেন্টে ভরিয়ে দেয় নেটিজেনরা। কেউ বক্তব্যটির সমর্থন জানালেও, অনেকেই দ্বিমত পোষণ করেছেন। তবে, এখানেই থেমে থাকেননি পরিচালক। এরপর আবার কটাক্ষের সুরে ১০টি প্রশ্ন ছুড়ে দেন তিনি।
আরজি করের ঘটনা নাড়িয়ে দিয়েছে সকলকে। শহর, রাজ্য ছাড়িয়ে আন্দোলনের আঁচ পৌঁছেছে দেশ-বিদেশেও। এই ঘটনা নিয়ে টলিউডেরই অন্দরে কোন্দল তৈরি হওয়ায়, প্রশ্ন তুলছে ওয়াকিবহল মহল। অনেকে বলছে, প্রসঙ্গ যখন নারী নির্যাতন বা এমন নৃশংস ঘটনা, তখন ঘটনা ছাপিয়ে ব্যক্তিগত আক্রমণ কখনওই কাম্য নয়।