ছবির বাজেট যেমন আকাশছোঁয়া, তেমনই আকাশছোঁয়া এই ছবির অভিনেতাদের পারিশ্রমিকও। জানা যাচ্ছে, রণবীর কাপুর প্রতিটি পর্বের জন্য নিচ্ছেন ৭৫ কোটি টাকা!
রণবীর কাপুর প্রতিটি পর্বের জন্য নিচ্ছেন ৭৫ কোটি টাকা!
শেষ আপডেট: 6 July 2025 14:58
দ্য ওয়াল ব্যুরো: ৩ জুলাই প্রকাশ্যে এসেছে নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ ছবির প্রথম ঝলক। আর তাতেই সাড়া পড়ে গিয়েছে গোটা দেশ জুড়ে। রণবীর কাপুরের রাম-রূপ, যশের রাবণ সাজার প্রথম ঝলক, আর সঙ্গে সাই পল্লবীকে সীতা ও সানি দেওলকে হনুমান হিসেবে দেখে শিহরিত দর্শক। শুধু চমক নয়, এই ছবি ভারতীয় সিনেমার ইতিহাসে সবচেয়ে বড় বাজেটের ছবি—১৭০০ কোটি টাকা! দু’পর্বে তৈরি হবে এই সিনেমা, যা ২০২৬ ও ২০২৭ সালের দীপাবলিতে মুক্তি পাবে।
ছবির বাজেট যেমন আকাশছোঁয়া, তেমনই আকাশছোঁয়া এই ছবির অভিনেতাদের পারিশ্রমিকও। জানা যাচ্ছে, রণবীর কাপুর প্রতিটি পর্বের জন্য নিচ্ছেন ৭৫ কোটি টাকা!
রাবণের ভূমিকায় যশ শুধু অভিনয়ই করছেন না, তিনি সহ-প্রযোজকও। যশ প্রতি পর্বের জন্য ৫০ কোটি নিচ্ছেন বলে খবর। প্রথম পর্বে তাঁর স্ক্রিন প্রেজেন্স কিছুটা সীমিত থাকলেও, দ্বিতীয় পর্বে তিনিই মুখ্য। অন্যদিকে হনুমানের চরিত্রে সানি দেওল নিচ্ছেন ২০ কোটি। যদিও সাইয়ের পারিশ্রমিক অনেক কম। শোনা যাচ্ছে তিনি পাচ্ছেন ৪ কোটি টাকা।
ছবিটি প্রযোজনা করছে নমিত মালহোত্রর প্রাইম ফোকাস স্টুডিয়োস, ভিএফএক্স সংস্থা DNEG এবং যশের প্রযোজনা সংস্থা Monster Mind Creations। ২০২৬-এর দীপাবলীতে মুক্তি পাচ্ছে এই ম্যাগনাম ওপাসের প্রথম পর্ব।