রামের দাবি, স্মৃতির ওজন এক সময় তাঁর মতোই ছিল। কিন্তু মহিলা হয়েও সেই চেহারায় স্মৃতি রমরমিয়ে কাজ পেয়েছেন, এমনকি তাঁর চেয়েও বেশি সফল ছিলেন। পাশাপাশি উল্লেখ করেন, স্মৃতি অভিনয় ছেড়েছিলেন আগেই।
শরীর নিয়ে বিতর্কিত মন্তব্য, তোপের মুখে রাম কাপুর
শেষ আপডেট: 6 July 2025 15:01
দ্য ওয়াল ব্যুরো: ওজন কমিয়েছেন ঠিকই, কিন্তু সাম্প্রতিক কালে নানা ধরনের মন্তব্য করে কটাক্ষের মুখে রাম কাপুর। সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে স্মৃতি ইরানির চেহারা নিয়ে বেফাঁস অভিনেতা। তাঁর বক্তব্য, “পুরুষদের ক্ষেত্রে মোটা চেহারা কেরিয়ারে সমস্যা তৈরি করে। যেমন আমার হয়েছিল। কিন্তু মহিলাদের ক্ষেত্রে সেটা হয় না। স্মৃতি অত ভারী চেহারার হয়েও সফল হয়েছিলেন।”
এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে সমালোচনার ঝড়। কেউ লিখছেন, “রামের কি মনে হয়, তিনি স্মৃতির চেয়ে বড় অভিনেতা?” আবার কারও মন্তব্য, “ওজন কমিয়ে উনি শুধু শরীর না, বিনয়ের ভারও ফেলেছেন বোধহয়।”
রামের দাবি, স্মৃতির ওজন এক সময় তাঁর মতোই ছিল। কিন্তু মহিলা হয়েও সেই চেহারায় স্মৃতি রমরমিয়ে কাজ পেয়েছেন, এমনকি তাঁর চেয়েও বেশি সফল ছিলেন। পাশাপাশি উল্লেখ করেন, স্মৃতি অভিনয় ছেড়েছিলেন আগেই।
এই মন্তব্য শুনেই অনেকেরই অভিযোগ রাম যা বলেছেন তা আদপে বডি শেমিং। এক নেটাগরিকের কথায়, “এই ধরনের বক্তব্য এক জন অভিনেতার কাছ থেকে কাম্য নয়। বরং তাঁকে চুপ থাকতে বলা উচিত।”
ওই সিরিজের প্রচারে গিয়ে কিছু দিন আগে তাঁর বিরুদ্ধে যৌনহেনস্থার অভিযোগ ওঠে। প্রচারে বাদও পড়েছিলেন তিনি। নিজের শারীরিক রূপান্তর নিয়ে খুশি হতেই পারেন রাম। কিন্তু তাতে অন্যের শরীর বা সাফল্য নিয়ে প্রশ্ন তোলা কি ঠিক? এই প্রশ্নই এখন ঘুরছে সোশ্যাল মিডিয়ায়।