শোলের সিকোয়েল?
শেষ আপডেট: 25th January 2025 12:24
দ্য ওয়াল ব্যুরো: কাল্ট ক্লাসিক ছবি। দেশের সর্বকালের সেরা ছবির কথা উঠতেই অবধারিতভাবে উঠে আসে এই ছবির নাম। পঞ্চাশ বছরে পা দেওয়ার পরও একটিবারের জন্য জনপ্রিয়তায় ভাটা পড়েনি ছবির। এমন এক ফিল্ম যার ভিলেন থেকে ঘোড়া– প্রত্যেকে বিখ্যাত। পরিচালক, নায়ক, ভিলেন: সমস্বরে এঁদের নাম কোনও সিনেমার সাফল্যের সঙ্গে উচ্চারিত হচ্ছে, সচরাচর দেখা যেত না। ‘শোলে’-এ ছবির ব্যাকস্টোরি নিয়ে হতে পারে আরও একটা ছবি, তা বলার আর অপেক্ষা রাখে না।
তবে, এমন এক ছবি, যার জয়জয়কার চারিদিকে, তার রিমেকে যা ঘটালেন রামগোপাল বর্মা, তা সত্যিই আশাহত করে সিনেমাপ্রেমীদের। ছবির নাম ‘রামগোপাল বর্মা কি আগ’। বক্সঅফিসে মুখ থুবড়ে পড়েছিল ছবি। ‘রিমেক’ ধরাশায়ী হয়ে পড়লেও যদি ছবির সিকোয়েল তৈরি হতো। আর তাতে যদি থাকতেন জ্যাকি চ্যান! কেমন হতো? বিশ্বাস হচ্ছে না?
ঠিক এমনই প্রস্তাব গিয়েছিল রাম গোপাল বর্মার কাছে।
রমেশ সিপ্পি পরিচালিত, ছবির কোনও সিকোয়েল তৈরি হয়নি কিন্তু তাঁর ভাগ্নে সাশা সিপ্পি, রাম গোপাল ভার্মাকে সঙ্গে নিয়ে ‘শোলে’র সিকোয়েল তৈরির ইচ্ছা রেখেছিলেন। শুধু তাই নয়. পরিচালকের এই প্রস্তাবও পেশ হয়, যে সিকোয়েলে থাকবেন জ্যাকি চ্যান!তবে, সে সময়ে সাশা, পরিবারের বাকি সদস্যদের সঙ্গে ‘শোলে’র অধিকার নিয়ে আইনি লড়াইয়ে জড়িয়ে পড়েন।
এক সাক্ষাৎকারে, রামগোপাল বলেন যে সাশা তাঁকে শোলের সিকোয়েল তৈরির প্রস্তাব দেন। তখন রামগোপাল ভাবতে থাকেন কীভাবে তা সম্ভব! কারণ ছবির বেশ কিছু গুরুত্বপূর্ণ চরিত্র মারা গিয়েছে, ঠিক তেমন সময়ে সাশা তাঁর আইডিয়া ব্যক্ত করেন, যা রামগোপাল তক্ষুণি বাতিল করে দেন।
কেমন ছিল সিকোয়েল ছবির প্লটলাইন?
গব্বর সিং এবং হেলেন (‘শোলে’ ছবিতে কোনও দেওয়া হয়নি তাঁর চরিত্রের) ‘মেহবুবা’ গানটির পরে তাদের মধ্যে যৌনসম্পর্ক হয় এবং তাঁরা জুনিয়র গব্বরের জন্ম দেয়। হেমা মালিনী (বসন্তী) এবং ধর্মেন্দ্র (বীরু) চলে যায় এবং এখন তাঁদের দুটি প্রাপ্তবয়স্ক সন্তান রয়েছে। বীরু এবং বসন্তী, জয়া বচ্চনের (রাধা) সঙ্গে দেখা করতে আসে। আর ঠিক তখনই, জুনিয়র গব্বর তাঁদের কিডন্যাপ করে। তারপর বীরু ও বসন্তীর দুই ছেলে তাদের মা-বাবাকে উদ্ধার করতে আসে।
এখানেই শেষ নয়, রামগোপাল, সাশার প্ল্যান আরও বিস্তারিতভাবে বলেন, ‘এবং তারপর সাশা আমাকে বলেন, যে আমাদের ছবিতে জ্যাকি চ্যানের একটি চরিত্রও আছে। আমার মনে হচ্ছিল, মজা করছেন। কিন্তু না, তা নয়। সাশা বলেন জ্যাকি চ্যান, চিন এবং হংকং-এর সবচেয়ে বড় ব্র্যান্ড। এবং ‘শোলে’ ভারতের সবচেয়ে বড় ব্র্যান্ড, তাই আমরা ফিল্ম মার্কেট দখল করতে পারব। এটাই ছিল সাশার ‘দুর্দান্ত’ পরিকল্পনা। এই প্রস্তাব দিতেই, আমি ওঁদের না বলে দিই।’