শেষ আপডেট: 4th January 2025 19:29
দ্য ওয়াল ব্যুরো: পরিচালক রাম গোপাল বর্মা মাঝে মধ্যেই নানান বিষয়ে মন্তব্য করেন। তবে এবার শ্রীদেবী এবং তাঁর মেয়ে জাহ্নবী কাপুরকে নিয়ে বেফাঁস মন্তব্য করে তিনি চর্চার কেন্দ্রে। প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর প্রতি বরাবরই রাম গোপালের গভীর মুগ্ধতা দেখা গিয়েছে। তিনি বহুবার শ্রীদেবীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা এবং স্মৃতি ভাগ করেছেন। কিন্তু জাহ্নবীর ক্ষেত্রে পরিচালকের মত একেবারে আলাদা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রাম গোপাল সরাসরি জানিয়েছেন, জাহ্নবীর সঙ্গে তিনি কখনও কাজ করতে চান না। তাঁর কথায়, 'আমি এখনও জাহ্নবীর মধ্যে শ্রীদেবীকে দেখতে পাই না। আমি ওর মাকে পছন্দ করতাম, মেয়েকে নয়। তাই ওর সঙ্গে কাজ করার কোনও ইচ্ছাও নেই।'
জাহ্নবীর অভিনয় দক্ষতা সম্পর্কে রাম গোপাল আরও বলেন, 'তাঁর অভিনয় দেখে একবারও আমি শ্রীদেবীর সেই অসামান্য প্রতিভার ছাপ পাইনি। বরং এটি দর্শকের চোখে শ্রীদেবীর স্মৃতির একটি প্রভাবমাত্র।'
যদিও জাহ্নবী কাপুরকে নিয়ে অনেক সহ-অভিনেতা প্রশংসা করেছেন। ‘দেবরা’-য় তাঁর সহ-অভিনেতা জুনিয়র এনটিআর মন্তব্য করেছিলেন, ফোটোশুটের সময় এক মুহূর্তে জাহ্নবী একেবারে শ্রীদেবীর মতোই লাগছিলেন। তবে রাম গোপালের মতে, এটি শুধুই শ্রীদেবীতে ভালবাসার একটা প্রতিফলন মাত্র।
এদিকে, রাম গোপাল বর্মা বর্তমানে মনোজ বাজপেয়ীকে নিয়ে একটি নতুন প্রজেক্টে ব্যস্ত। অন্যদিকে, জাহ্নবী কাপুর ‘দেবরা’ দিয়ে আলোচনায় এসেছেন এবং তাঁর ঝুলিতে রয়েছে আরও কিছু নতুন ছবি। শ্রীদেবীর ছায়া থেকে বেরিয়ে এসে নিজস্ব পরিচয় তৈরি করার লক্ষ্যে জাহ্নবী নিজের মতো করেই এগিয়ে যাচ্ছেন।