শেষ আপডেট: 28th February 2024 17:02
দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি ২১ ফেব্রুয়ারি সাতপাকে বাঁধা পড়লেন রাকুল প্রীত সিং ও জ্যাকি ভগনানি। গোয়াতে পরিবারের উপস্থিতিতেই শুভ কাজ সারেন তাঁরা। বেশ কয়েক বছর প্রেমের পর বিয়ের সিদ্ধান্ত নেন।
বলিউডের রাকুল ও জ্যাকি সেই ভাবে জায়গা করতে না পারলেও তাঁদের জাঁকালো বিয়ে সবার মনে থাকবে।
গোয়ার পাঁচতারা হোটেলে তরুণ তাহিলানির পোশাকে সেজেছিলেন রাকুল ও জ্যাকি।
সূত্রের খবরে রাকুলের এক বছরে মোট আয় ৪৯ কোটি। অন্যদিকে জ্যাকির ৩৫ কোটি।
দুজনের বছরে মোট আয় ৮৪ কোটির কাছে।
কোভিড অতিমারির আগে মুম্বইতে একটি দামি বাড়ি কিনেছিলেন রাকুল।
হায়দ্রাবাদে জ্যাকির একটি বাড়ি আছে। সেটার দাম প্রায় তিন কোটি টাকা।