শেষ আপডেট: 18th February 2025 22:25
দ্য ওয়াল ব্যুরো: বছর দুয়েক আগে মুক্তি পাওয়া অ্যাকশন থ্রিলার ‘রক্তবীজ’ বক্স অফিসে ঝড় তুলেছিল। সেই সাফল্যের পর এবার পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় নিয়ে আসছেন ‘রক্তবীজ-২’। ছবির প্রধান চরিত্রে আবির চট্টোপাধ্যায় ও মিমি চক্রবর্তী থাকছেন, তা আগেই জানা গিয়েছিল। তবে এবার টলিপাড়ায় জোর গুঞ্জন, তাঁদের সঙ্গে যোগ দিচ্ছেন আরও এক জনপ্রিয় নায়িকা— নুসরত জাহান।
সূত্র জানাচ্ছে, ছবিতে নুসরত রয়েছেন এক গুরুত্বপূর্ণ ভূমিকায়। শুধু তাই নয়, ভিক্টর বন্দ্যোপাধ্যায়, অঙ্কুশ হাজরা এবং কৌশানিও থাকছেন এই ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে, বলছে সূত্র। তবে নুসরত ঠিক কী চরিত্রে অভিনয় করবেন, সে বিষয়ে নির্মাতারা মুখ খুলতে নারাজ।
সেখানে দেখা গিয়েছে, এক বিন্দু রক্ত মাটিতে ঝরতেই ফুটে উঠছে ‘রক্তবীজ-২’-এর নাম। ভিডিওর ঝলকে আবির ও মিমির উপস্থিতি নজর কেড়েছে দর্শকদের। পোস্টের ক্যাপশনে লেখা হয়েছিল “রক্তবীজের এক বিন্দু রক্ত মাটিতে পড়লেই, জন্ম নেয় হাজার হাজার রক্তবীজ। এই পুজোয় আবারও আসছে ‘রক্তবীজ-২’।” বলাই বাহুল্য এই সিকুয়ালেও দুইজনেই থাকছেন পুলিশ অফিসারের চরিত্রে।
২০২৫-এ তিনটি ছবি আনতে চলেছে শিবু-নন্দিতার প্রযোজনা সংস্থা। ছবিগুলি হল,‘আমার বস’, ‘রক্তবীজ-২’, ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল। তিনটি ছবিতেই রয়েছে নজরকাড়া কাস্টিং। তবে রক্তবীজ ২ এ নুসরতের চরিত্র নিয়ে রহস্য কীভাবে উন্মোচিত হয়, এখন সেটাই দেখার।