শেষ আপডেট: 28th January 2025 16:15
দ্য ওয়াল ব্যুরো: বলিউডে বিতর্ক আর রাখি সাওয়ান্ত যেন একে অপরের সমার্থক। বি-টাউনে তাঁকে সবাই চেনেন কনট্রোভার্সিয়াল কুইন নামে। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়শই শিরোনামে উঠে আসেন এই অভিনেত্রী। নিজের সাহসী মন্তব্য আর স্পষ্টভাষী ব্যক্তিত্বের জন্য পরিচিত রাখি এবার তৃতীয়বারের মতো বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন।
সম্প্রতি টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই খবর প্রকাশ করেন। তবে চমকপ্রদ ব্যাপার হল, তাঁর হবু বর একজন পাকিস্তানি। রাখি জানিয়েছেন, তিনি তাঁর সত্যিকারের ভালবাসা খুঁজে পেয়েছেন ভারতের বাইরে, পাকিস্তানে। তাঁর হবু স্বামীর নাম দোদি খান (Dodi Khan)। পেশায় দোদি একজন অভিনেতা এবং পুলিশ অফিসার।
ইসলামিক রীতি মেনে তাঁদের বিয়ে হবে এবং পুরো অনুষ্ঠানই হবে ভারতে। সাক্ষাৎকারে রাখি বলেন, 'দোদি আমার জীবনের সঠিক মানুষ। তার প্রতি আমার অগাধ বিশ্বাস ও শ্রদ্ধা রয়েছে। আমি নিশ্চিত, এবার আমি সত্যিকারের ভালবাসা পেয়েছি।' বিয়ের পর দম্পতি দুবাইয়ে স্থায়ী হবেন এবং হানিমুনের জন্য সুইজারল্যান্ড বা নেদারল্যান্ডে যাওয়ার পরিকল্পনা করেছেন।
ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়েও নিজের মতামত জানান রাখি। তিনি বলেন, 'ভারত ও পাকিস্তান একে অপরকে ছাড়া বাঁচতে পারে না। দুই দেশের মধ্যে এমন অনেক দম্পতি আছেন, যারা সীমান্তের বাধা পেরিয়ে সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন।' এছাড়াও তিনি বলেন, 'পাকিস্তানে আমার অনেক ভক্ত রয়েছেন। তাঁদের ভালবাসা ও সমর্থন আমাকে সবসময় অনুপ্রাণিত করে।'
রাখি আরও জানান, তাঁদের বিয়ে হবে ঘরোয়া পরিবেশে। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। তবে ভক্ত ও মিডিয়ার জন্য বিশেষ ব্যবস্থার পরিকল্পনাও রয়েছে। রাখি সাওয়ান্তের বিয়ে বলিউড মহলে সবসময় আলোচনার বিষয়। এবারও এর ব্যতিক্রম নয়। তবে তাঁর এই সিদ্ধান্ত শুধুই ভালবাসার জন্য, নাকি এর পেছনে অন্য কোনও কারণ রয়েছে, তা নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা।