শেষ আপডেট: 13th November 2024 20:27
দ্য ওয়াল ব্যুরো: বলিউড অভিনেতা রাজপাল যাদব। যিনি বছরের পর বছর ধরে দর্শকদের বিনোদন দিয়ে এসেছেন। হিন্দি ছবি দেখেন অথচ রাজপাল যাদবকে চেনে না এমন দর্শক বিরল। জনি লিভার পরবর্তী সময়ে বলিউডে কমেডিয়ান হিসেবে যদি প্রায় তারকার পর্যায়ে কেউ উন্নীত হয়ে থাকেন, তাঁদের মধ্যে অন্যতম নাম রাজপাল যাদবের। ছোট পর্দা দিয়ে অভিনয় জীবন শুরু হয় রাজপাল যাদবের। দুরদর্শনের একটি জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে দর্শকের প্রশংসাও পান।
'ভুলভুলাইয়া','হাঙ্গামা,'চুপ চুপকে। 'ফির হেরা ফেরি' ইত্যাদি ছবিতে রাজপালের অভিনয় আজও দর্শকদের মনে টাটকা। বলিউডে নিজের কেরিয়ার গড়ে তুলতে অনেক স্ট্রাগল করতে হয়েছে রাজপাল যাদবকে। এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছিলেন, তাঁর বাবা সবসময় চাইতেন যে, তিনি জীবনে অনেক বড় হন। কারণ, তাঁদের পরিবারের আর্থিক পরিস্থিতি ভাল ছিল না।
কৌতুক অভিনেতা হিসেবে জনপ্রিয় রাজপাল যাদবের কেরিয়ার একেবারেই কমেডি দিয়ে শুরু হয়নি। বরং, ইন্ডাস্ট্রিতে তিনি পরিচিত হন খলনায়ক হিসেবে। খলনায়ক হিসেবে অভিনয় করে তিনি পুরস্কারও জেতেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এসে তিনি বলেন, 'চলচ্চিত্র নির্মাতা রাম গোপাল ভার্মার সঙ্গে আমার সম্পর্ক অনেক পুরনো।
রাম গোপাল ভার্মার সঙ্গে আমার প্রথম কাজ জঙ্গল ছবিতে। তারপরে তিনি আমাকে অনেকগুলি কাজের সুযোগ দিয়েছেন। পরিচালকের সম্পর্কে বলতে গিয়ে রাজপাল বলেন, 'আমরা হংকংয়ে একটি শুটিং-এ গিয়েছিলাম। সবার সঙ্গে মজা করার অভ্যাস আছে রাম গোপাল ভার্মার। তিনি একটা জায়গায় বসে আমাকে হঠাৎই বললেন, 'রাজপাল, তুমি এখন তারকা হয়ে গেলে, আমাদের সঙ্গে কোনও ছবিতে কাজ করবে না।' আমি এটা শুনে প্রথমে অবাক হয়ে যাই। তারপরে বলি, 'স্যার, আপনিই আমাকে 'জঙ্গল'-এ কাজ করার সুযোগ দিয়েছেন। আপনিই আমাকে পেয়ার তুনে কেয়া কিয়া সিনেমায় নিয়েছেন। তবে আমি মনে করি আপনি যদি আমার জন্য এমন কোনও স্ক্রিপ্ট পান, যেখানে আমাকে মুখ্য ভূমিকায় মানাবে, তবে অবশ্যই আমাকে সেই সিনেমায় নেবেন বলে আশা করি। আমার মনে হয়, আমি সেটার যোগ্য।'
রাজপাল বলেন, 'এই কথাটা শুনে সেখানে যতজন ছিল, সবাই চুপ হয়ে গেল। গোটা জায়গা শান্ত হয়ে গেল। অজয় দেবগন, মনীষা কৈরালা, বিবেক ওবেরয়, অন্তরা মালি সবাই আমার সামনে বসেছিলেন। তাঁরা কেউ কোনও কথা বললেন না। কিছুক্ষণ পরে, মনীষা বললেন, 'রাজপাল আমি তোমার এই আত্মবিশ্বাসের জন্যই তোমাকে পছন্দ করি।' আমি সেদিনই ভেবে নিয়েছিলাম অজয় দেবগনের সামনে এমন কথা বলায় বুঝি সেদিনই রাম গোপাল ভার্মা আমাকে শুটিং সেট থেকে বের করে দেবেন। কিন্তু সৌভাগ্যবশত তেমন কিছুই হয়নি।'
শেষে তিনি মজার ছলে বলেন, 'এখনও এমন কোনও মুখ্য চরিত্র আমাকে রামগোপাল স্যার দেননি, যেখানে আমাকে মানায়। এটা কিন্তু একদম ঠিক হল না। উনি কিন্তু কথা রাখলেন না।'