Date : 20th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
মরলে মরব, তেহরান ছেড়ে যাব না! বিবিসির সাংবাদিককে বলেছেন বাবা-মা, বলছেন আরও অনেক ইরানিজন্মদিনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী, সুস্থতা কামনা অভিষেকেরবেনজির: সুইস ব্যাঙ্কে গত বছরে বাংলাদেশিদের জমার অঙ্ক ৩৩ গুণ বেড়েছে, কারা রাখল এত টাকাবৃষ্টির ইনিংস জারি থাকবে রাজ্যে, আগামী ক'দিন ভিজবে এই জেলাগুলিস্পার্ম ডোনেশনে ১০০ সন্তানের জন্ম! সম্পত্তি ভাগের পরিকল্পনা টেলিগ্রাম প্রতিষ্ঠাতারউড়ানে কাটছাঁট! ১৬টি রুটে কমবে ফ্লাইট, ৩টি রুটে সাময়িক বন্ধ এয়ার ইন্ডিয়ার পরিষেবাAir India Crash: মূল তথ্য সংগ্রহ এবং উদ্ধারকাজ শেষ, ধ্বংসাবশেষ নিয়ে যাওয়া হবে বিশেষ জায়গায়এই নিয়ে সাতবার! ফের পিছিয়ে গেল শুভাংশু শুক্লার মহাকাশ অভিযান, কী বলল নাসাভোটের ভিডিও, ছবি মাত্র ৪৫ দিন সংরক্ষণ করবে কমিশন! অনিয়ম আড়ালের চেষ্টা, মনে করছে বিরোধীরাইরান-ইজরায়েল যুদ্ধে আমেরিকা হস্তক্ষেপ করবে? সপ্তাহ দুয়েকের মধ্যে সিদ্ধান্ত নেবেন ট্রাম্প
Rajkummar Rao-Shoojit Sircar

স্যাটায়ার কমেডি নিয়ে হাজির সুজিত, রাজকুমার ‘পারফেক্ট’, সঙ্গে কে?

‘পিকু’, ‘অক্টোবর’, ‘সর্দার উধম’ আর ‘ভিকি ডোনর’-এর মতো সিনেমা দিয়ে দর্শকের মনে ছাপ ফেলা পরিচালক সুজিত সরকার এবার ফিরছেন একেবারে অন্যরকম এক গল্প নিয়ে। এক এক্সক্লুসিভ খবরে জানা গিয়েছে, সুজিত এবার তৈরি করছেন এক স্যাটায়ারধর্মী দুই-নায়কের কমেডি ছবি, যেখানে রাজকুমার রাও ইতিমধ্যেই প্রধান ভূমিকায় চূড়ান্ত।

স্যাটায়ার কমেডি নিয়ে হাজির সুজিত, রাজকুমার ‘পারফেক্ট’, সঙ্গে কে?

সুজিত-রাজকুমার

শেষ আপডেট: 22 May 2025 19:18

দ্য ওয়াল ব্যুরো: ‘পিকু’, ‘অক্টোবর’, ‘সর্দার উধম’ আর ‘ভিকি ডোনর’-এর মতো সিনেমা দিয়ে দর্শকের মনে ছাপ ফেলা পরিচালক সুজিত সরকার এবার ফিরছেন একেবারে অন্যরকম এক গল্প নিয়ে। এক এক্সক্লুসিভ খবরে জানা গিয়েছে, সুজিত এবার তৈরি করছেন এক স্যাটায়ারধর্মী দুই-নায়কের কমেডি ছবি, যেখানে রাজকুমার রাও ইতিমধ্যেই প্রধান ভূমিকায় চূড়ান্ত।

শুজিতের শেষ ছবি ‘আই ওয়ান্ট টু টক’–এ অভিনয় করেছিলেন অভিষেক বচ্চন। বক্স অফিসে তেমন সাফল্য না পেলেও, গল্পের আবেগ ও অভিষেকের অভিনয় যথেষ্ট প্রশংসিত হয়। এরপর থেকেই বলিউডে ঘোরাফেরা করছিল প্রশ্ন, কী নিয়ে ফিরছেন সুজিত সরকার? এবার উত্তর মিলল।

জানা গেছে, নতুন এই ছবির চিত্রনাট্য চূড়ান্ত করে ফেলেছেন পরিচালক, এবং ২০২৫-এর দ্বিতীয়ার্ধ থেকেই শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে। রাজকুমার রাও স্ক্রিপ্ট পড়েই ‘হ্যাঁ’ বলে দিয়েছেন। ছবির নাম এখনও ঠিক না হলেও, এটি হতে চলেছে এক মজাদার এবং বুদ্ধিদীপ্ত কমেডি, যার পটভূমিতে থাকবে সমাজের প্রতি এক তীক্ষ্ণ কটাক্ষ।

বর্তমানে সুজিত খুঁজছেন রাজকুমারের পাশাপাশি আরও এক পুরুষ অভিনেতা, যিনি হবেন ‘সিকিউর’ এবং ‘নন-ইন্টারফেরিং’— অর্থাৎ পরিচালকের কাজের মধ্যে হস্তক্ষেপ না করে গল্পের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারবেন। সূত্র জানাচ্ছে, ‘দুই-নায়কের ছবি মানেই চ্যালেঞ্জ। তাই সঠিক ‘এনার্জি’ নিয়ে কাজ করতে পারাটাই এখন মূল লক্ষ্য। রাজকুমারের মধ্যে সেটা খুঁজে পেয়েছেন সুজিত, এখন চলছে দ্বিতীয় নায়কের সন্ধান।’

অন্যদিকে, রাজকুমার রাও ব্যস্ত রয়েছেন দীনেশ বিজন প্রযোজিত ‘ভুল চুক মাফ’ ছবির মুক্তি নিয়ে, যেখানে তার সঙ্গে থাকছেন ওয়ামিকা গাব্বি। পাশাপাশি, নিজের প্রোডাকশন হাউস ‘কাম্পা ফিল্মস’–এর জন্য দুটি ওটিটি প্রজেক্টেও কাজ করছেন তিনি, যেগুলি মুক্তি পাবে নেটফ্লিক্সে। রাজকুমারের স্ত্রী, অভিনেত্রী পাত্রলেখাও এই প্রযোজনা সংস্থার অংশীদার।

পরিচালক হিসেবে সুজিত সরকারের বৈচিত্র্য বরাবরই প্রশংসিত হয়েছে। ‘মাদ্রাজ ক্যাফে’ থেকে ‘অক্টোবর’— প্রতিটি ছবিতে ছিল নতুন কিছু। এবার এই কমেডি ছবির হাত ধরে তিনি কী ম্যাজিক দেখান, তা দেখার অপেক্ষায় থাকল দর্শক।


ভিডিও স্টোরি