শেষ আপডেট: 30th September 2024 13:00
দ্য ওয়াল ব্যুরো: বর্তমানে কোটি কোটি টাকার মালিক। একের পর এক সুপারহিট সিনেমা তার ঝুলিতে। বলিউডে পা রাখার আগে তাঁর জীবন ছিল দুর্বষহ। একটা সময় একবেলা খাওয়ার পর অন্য বেলায় কী খাবেন, তা জানতেন না। কখনও কখনও খাবার টাকাও থাকত না। ফলে খালি পেটেও দিন কাটাতে হয়েছে তাঁকে।
কথা হচ্ছে রাজকুমার রাও-এর। অভিনেতার ব্যক্তিগত জীবন জানার জন্য বহুদিন ধরেই মুখিয়ে ছিলেন নেটিজেনরা। এবার তা নিয়েই মুখ খুললেন বলিউড তারকা রাজকুমার রাও। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি জানান, অভিনেতার অ্যাকাউন্টে একটা সময় ১০০ টাকাও ছিল না। দিনে একবেলা খেয়ে থাকতে হত।
ইন্ডাস্ট্রির মানুষ তাকে আজ 'ওয়ান ওম্যান ম্যান' বলে চেনে। সাক্ষাৎকারে রাজকুমার বলেন, 'বলিউডে আমার কোনও গডফাদার ছিল না। তাই অনেক পরিশ্রম করতে হয়েছে নিজের জায়গা তৈরি করার জন্য। ৪০ বছর আগে মধ্যবিত্ত ঘরে জন্মে ছিলাম। তখন থেকেই জানতাম আমাকে অভিনেতা হতে হবে।'
তিনি আরও বলেন, 'একাধিক সমস্যার মধ্যে দিন কাটাতে হয়েছে আমাকে। এমনও দিন গেছে যে স্কুলের ফি দেওয়ার মতো টাকাও ছিল না আমার কাছে। সেটা এক শিক্ষক জানতে পারেন। তারপরে তিনি আমার দুই বছরের স্কুলের ফি পরিশোধ করেন একবারে।'
চোখে জল নিয়ে অভিনেতা বলেন, 'আজকে আমি যা কিছু, সবটাই মায়ের জন্য। আমার কেরিয়ারে মায়ের বিরাট অবদান। মা সব সময় বলতেন, জীবনে যা করতে চাও তাই করো, তবে সততার সঙ্গে এবং সমস্ত হৃদয় দিয়ে করো। আমি সব সময় তোমার সঙ্গে আছি।'
রাজকুমারের আসল নাম খুব কম মানুষই জানে, তার আসল নাম রাজকুমার যাদব। সাক্ষাৎকারে তিনি বলেন, 'রাও একটি উপাধি যা যাদবদের দেওয়া হয়, তাই আমি এটির ব্যবহার শুরু করেছি। আর তেমন কোনও কারণ নেই।'