শেষ আপডেট: 3rd January 2025 17:07
৮২ বছর পূর্ণ করেছেন অমিতাভ বচ্চন। অন্যদিকে এই মুহূর্তে রজনীকান্তের বয়স ৭৪ বছর। তবু ইনিংস এখনও জারি দু'জনেরই। কেরিয়ারের বাইশগজে ব্যাটিং চলছে জোরকদমে। দু'জনের মধ্যে বয়সের ফারাক থাকলেও তাঁরা বেশ ভাল বন্ধু। কঠিন সময়ে একে অন্যের পাশে থেকেছেন, জুগিয়েছেন ভরসা। এমনকি ঐশ্বর্যার সঙ্গে জুটি বেঁধে সিনেমাও করতে দেখা গিয়েছে রজনীকান্তকে।
সেই রজনীকান্তই সাক্ষাৎকারে মুখ খুলেছিলেন অমিতাভের চরম দুর্দশা নিয়ে। জানিয়েছিলেন যে বলিউডের আজ চলে অমিতাভ-পূজন সেই বলিউডই একদা টিটকিরি দিতে পিছপা হয়নি। কী ঘটেছিল? রইল এই প্রতিবেদনে।
সময়টা ৯-এর দশক। নিজের সংস্থা খোলেন অমিতাভ। তবে ব্যবস্থায় লাভ তো দূরের কথা ক্রমে নিঃস্ব হয়ে যেতে শুরু করেন বিগ-বি। রজনীকান্ত জানান, এতটাই খারাপ অবস্থা হয়ে যায় যে এক পর্যায়ে এসে নিরাপত্তারক্ষীকে দেওয়ার মতো পয়সাও তাঁর কাছে ছিল না। এমনকি তাঁর জুহুর বাংলোটিও নিলামে রাখতে হয়। তবে বলিউডের 'অ্যাংরি ইয়ং ম্যান' হেরে যাওয়ার পাত্র নন।
রজনীকান্তের কথায়, "উনি আবার ঘুরে দাঁড়ান। কউন বনেগা ক্রোড়পতি করার সিদ্ধান্ত নেন। বেশ কিছু বিজ্ঞাপনে কাজ করেন। ফল পান হাতেনাতে। তিন বছরেই মধ্যেই জুহুর নিলাম হয়ে যাওয়া বাড়ির পাশেই আরও তিনটে বাংলো কিনে ফেলেন। ৮২ বছর বয়স। অথচ এখনও কী অদ্ভুত জীবনীশক্তি তাঁর।"
এখানেই না থেমে তিনি আরও বলেন, "মনে আছে শুটিং সেটে ওঁর একবার মারাত্মক দুর্ঘটনা ঘটে। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সে সময় বাইরে ছিলেন। তবে খবর পেয়ে বিদেশ থেকে ছুটে আসেন তিনি। তখনই সবাই জানতে পারে রাজীব গান্ধীর সঙ্গে একই স্কুলে পড়েছেন অমিতাভ।"
নিজের ক্ষমতার অপব্যবহার করে নয়, বরং কাজ দিয়ে সকলের মন জয় করেছেন বিগ-বি, করেও যাচ্ছে অবিরাম। আগামীতেও হাতে বেশ কয়েকটি কাজ রয়েছে তাঁর। ৮২-তেও তিনি যেন তরুণ তুর্কী।