শেষ আপডেট: 10th April 2025 17:46
দ্য ওয়াল ব্যুরো: বলিউডে এখন স্টার-কিডদের নিয়ে হইচই। কেউ প্রথম সারিতে, কেউ প্রস্তুতির ঘরেই। সারা আলি খান, জাহ্নবী কাপুর কিংবা অনন্যা পাণ্ডে—তাঁরা ইতিমধ্যেই লাইমলাইটে। এবার তালিকায় নাম লেখাতে চলেছেন শাহরুখ-কন্যা সুহানা, সঞ্জয়ের মেয়ে শানায়া কিংবা অক্ষয়ের ভাগ্নি সিমর। কিন্তু তালিকায় রয়েছেন আরও এক স্টার-কিড—নাওমিকা সরন।
এই নামটা আজ আর অপরিচিত নয়। রাজেশ খান্না ও ডিম্পল কাপাডিয়ার রক্তধারায় জন্মানো নাওমিকা এখন বলিউডে পা রাখার আগেই হয়ে উঠেছেন টিনসেল টাউনের চর্চার কেন্দ্রবিন্দু। সম্প্রতি ম্যাডক ফিল্মসের একটি গেট-টুগেদারে দেখা গেল তাঁকে—দিদা ডিম্পলের হাত ধরে। ঝকঝকে চোখ, ক্যামেরা-স্মার্ট হাবভাব, আর স্টাইলের নিরিখে একেবারে যেন মসৃণ ফ্রেমে কাস্ট! নাওমিকা যেন সেদিন প্রমাণ করেই দিলেন—স্টারডম তাঁর জিনে।
তবে কে এই নাওমিকা?
বলিউডের একসময়ের প্রিয় মুখ রিঙ্কি খান্নার কন্যা তিনি। মা রিঙ্কি যদিও বহু ছবিতে অভিনয় করেও এক সময় ফিল্ম দুনিয়াকে ‘টাটা’ জানিয়ে ঘরসংসার বেছে নিয়েছিলেন। ২০০৩ সালে ব্যবসায়ী সমীর সরনের সঙ্গে বিয়ে, ২০০৪-এ নাওমিকার জন্ম। তবে নাওমিকা কিন্তু সেই ঘরোয়া জীবনেই আটকে থাকেননি। সোশ্যাল মিডিয়ায় তাঁর দাপট রীতিমতো চোখে পড়ার মতো। ইনস্টাগ্রামে লক্ষ লক্ষ ফলোয়ার, তার মাঝে নিয়ম করে শেয়ার করা হয় গ্ল্যামারাস ছবি, ভ্রমণের মুহূর্ত আর ফ্যাশন স্টেটমেন্ট।
নাওমিকা বর্তমানে ২১-এর কিশোরী থেকে নারী হয়ে ওঠার সন্ধিক্ষণে। পড়াশোনা করেছেন মুম্বইয়ের সেন্ট জেভিয়ার্স কলেজে, পরে গিয়েছেন নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের খ্যাতনামা Tisch School of Arts-এ। অর্থাৎ শুধু লুকস নয়, শিক্ষা-শিল্প—সব দিকেই পাকাপোক্ত প্রস্তুতি।
নাওমিকার বাবা সমীর সরন নিজেও একজন সফল রিয়েল এস্টেট ব্যবসায়ী। শোনা যায়, তাঁর সংস্থার বিস্তার শুধু মুম্বই, বেঙ্গালুরু বা গোয়ায় নয়, লন্ডনেও ছড়িয়ে রয়েছে তাঁর প্রভাব। বলিউডের খিলাড়ি অক্ষয় কুমারের সঙ্গে তুলনা টানলেও খুব একটা ভুল হবে না। তবে এত সব কিছু ছাপিয়েও বড় প্রশ্নটা রয়ে গিয়েছে—বলিউডে নাওমিকার ডেবিউ কবে? এই প্রশ্নের উত্তর এখনও রহস্যে মোড়া। না তিনি, না তাঁর পরিবার—কেউই কোনও অফিসিয়াল ঘোষণা দেননি। কিন্তু বলিউডে গুঞ্জন জোরালো হচ্ছে যে, ডেবিউটা খুব বেশি দূরে নয়। এখন শুধু সময়ের অপেক্ষা।