শেষ আপডেট: 23rd June 2023 11:51
দ্য ওয়াল ব্যুরো: কাকার ২৩ নম্বর বিয়েতে ঘরে ফিরছেন সৌকর্য। শুধু কি তাই? এই প্রথমবার নেপথ্য শিল্পী হিসেবে ছবিতে গান গেয়েছেন লাবণী সরকার। এছাড়াও বেশ কয়েক বছর পর ছবির গানে ফিরলেন খরাজ মুখোপাধ্যায়। এই বর্ষায় দর্শককে নতুন স্বাদ দিতে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে রাজীব ঘোষ পরিচালিত 'নস্যির কৌটো'। পুরনো এক নস্যির কৌটোকে ঘিরে একের পর এক মজার ঘটনা ঘটে চলে। মজার এমনই সব বিষয়বস্ত নিয়ে এই ছবির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন সঞ্জয় দাস। এই ছবি জীবনের গল্প বলবে হাস্যরসের মোড়কে। সম্প্রতি ছবির চরিত্রদের ফার্স্ট লুক প্রকাশ্যে এল।
ছবির গল্প মোটামুটি এইরকম: কলকাতার এক বহুজাতিক সংস্থায় কাজ করে সৌকর্য। নিজের কাকার ২৩ নম্বর বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে সে গ্রামের বাড়িতে ফেরে। সেখানেই ঠাকুমার থেকে সে সন্ধান পায় তার প্রয়াত দাদুর একটি নস্যির কৌটোর। আর সেই কৌটো হাতে আসার পর থেকেই শুরু হয়ে যায় যত গন্ডগোল। এই নস্যি সাধারণ নয় বোঝা যায়, তাতে অনেক ম্যাজিক লুকিয়ে আছে। এরপর কী ঘটে? নস্যির প্রভাব থেকে গল্প কতদূর গড়ায় সেই কাহিনি শোনাবেন পরিচালক রাজীব।
ছবি প্রসঙ্গে রাজীবকে প্রশ্ন করতেই তিনি জানালেন, 'সপরিবারে দেখার মতো এটি একটি নির্ভেজাল কমেডি মোড়কে তৈরি পারিবারিক ছবি। যে দর্শক পারিবারিক গল্প বা কমেডি পছন্দ করেন কিংবা থ্রিলার অথবা ভয়ের, সব ধরনের উপাদান এই ছবিতে রয়েছে যা যথেষ্ট উপভোগ্য হবে বলে এমনটাই আশা রাখি।'
সৌকর্ষর ভূমিকায় অভিনয় করেছেন অভিষেক সিং। ছবিতে তাঁকে দ্বৈত চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। অভিষেক ইতিপূর্বে উঁচাই, অভয়, হায় তওবা হিন্দি ছবিতে অভিনয় করেছেন। ছবিতে অভিনীত অন্যান্য শিল্পীরা হলেন লাবণী সরকার, রুপসা মুখোপাধ্যায়, বিশ্বনাথ বসু প্রমুখ।
নেক্সট আইডিইয়েশন এন্টারটেইনমেন্ট ও এস জি এস এন্টারটেইনমেন্ট প্রযোজিত এই ছবি প্রেক্ষাগৃহে অগস্ট মাসের শেষের দিকে মুক্তি পাবে। নিবেদনে রয়েছেন অধ্যাপক রঞ্জন দাস। ছবির চিত্রগ্রহণ করেছেন আনমল। সুরারোপ করেছেন লিংকন রায় চৌধুরী। সম্পাদনার দায়িত্ব রয়েছেন তাপস চক্রবর্তী।
বাংলায় প্রথম মহিলা গ্যাংস্টার হয়ে ৩০ জুন বড় পর্দায় আসছেন স্বস্তিকা