
চৈতালি দত্ত
বুকের মাঝে ভয় পুষে রাখতে রাখতে শেষমেষ কী আমরা লড়াই করার সাহস হারিয়ে ফেলব? কাজ আর আদর্শের মাঝে আপোষ না করার গল্প নিয়ে আসছে জনপ্রিয় পরিচালক রাজা চন্দের (Raja Chanda) ছবি ‘ভয়’ (Bhoy)। নিজের লেখা কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ নিয়ে রাজার এই ছবি ২৭ জানুয়ারি, অর্থাৎ শুক্রবার মুক্তি পেয়েছে জি ফাইভে (Zee 5)।
তিন বছর আগে এই ছবির শ্যুটিং শুরু হলেও কোভিডের কারণে তা মাঝপথেই বন্ধ হয়ে যায়। পরবর্তী সময়ে কোভিডের অতিমারি থিতু হলে ছবির শ্যুটিং শেষ হয়। ছবি নিয়ে কথা হচ্ছিল পরিচালক রাজা চন্দের সঙ্গে কথা হওয়ার সময় তিনি জানান, “মূলত এটি সোশ্যাল ড্রামা হলেও তার মধ্যে থ্রিলারের উপাদান রয়েছে। এই ছবি দেখে মানুষ ভয় পাবেন না, বরঞ্চ মানুষের যে অহেতুক ভয় তা কাটাতে সাহায্য করবে। সাধারণ মানুষের মনের মধ্যে চেপে থাকা যে ভয় সেই ভয়ের কথাই ছবিতে বলা হয়েছে। আমরা যে নানাবিধ কারণে ভয় পাই তার মধ্যে টুকরো টুকরো ঘটনা দিয়েই ছবির গল্প বোনা হয়েছে। বলা উচিত, ভয় কাটিয়ে ঘুরে দাঁড়াতে সাহস জোগাবে এই ছবি।”
কলকাতার প্রেক্ষাপটে গল্প হলেও বিভিন্ন লোকেশনে শ্যুট হয়েছে। কলকাতা ছাড়াও রাঁচিতে কয়েকদিন এই ছবির শ্যুটিং হয়েছে। তবে এই ছবিতে কোনও গান নেই। ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন অভিজিৎ কুন্ডু। মুখ্য চরিত্রে আছেন অঙ্কুশ এবং বাংলাদেশের নুসরত ফারিয়া। অন্যান্য শিল্পীরা হলেন অসীম রায় চৌধুরী, অভিষেক সিং, বরুণ চক্রবর্তী, সিদ্ধার্থ চট্টোপাধ্যায় প্রমুখ। প্রযোজনায় ইকো এন্টারটেইনমেন্ট।
অঙ্কুশ এই ছবিতে একেবারে নেক্সট ডোর বয় অর্থাৎ পাশের বাড়ির ছেলে। সিনেমাতে যে লার্জার দ্যান লাইফ বলে ব্যাপারটা হয় সেটা এখানে না থাকলেও অত্যন্ত বাস্তববাদী একটি ছবি বলেই জানিয়েছেন পরিচালক। সাধারণ মানুষের কথা মাথায় রেখে এই ছবি তৈরি করা হয়েছে, মত রাজার।
২ দিনেই ২০০ কোটি পার ‘পাঠান’-এর, শাহরুখের কাঁধে চেপেই ফের মাথা তুলল বলিউড