শেষ আপডেট: 29th December 2023 17:53
দ্য ওয়াল ব্যুরো: প্রয়াত সাহিত্যিক বুদ্ধদেব গুহ-র সাহিত্যকর্ম নিয়ে একাধিক কাজ হয়েছে সিনেমায়। বছর দুয়েক আগেও ব্রাত্য বসু লেখকের দু’টি ছোটগল্প নিয়ে একটি ছবি তৈরি করেছিলেন। এবার বুদ্ধদেব গুহর বিখ্যাত উপন্যাস ‘বাবলি’ নিয়ে নতুন সিরিজ বানাচ্ছেন পরিচালক রাজ চক্রবর্তী। মুখ্য চরিত্রে থাকার কথা আবির চট্টোপাধ্যায় ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের। সূত্রের খবর, সিরিজটি জি ফাইভে মুক্তি পেতে পারে আগামী বছর। তবে সরকারিভাবে এখনও কিছুই ঘোষণা হয়নি।
গত ৩০ নভেম্বর দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন শুভশ্রী। মেয়ে ইয়ালিনির বয়স এখনও একমাসও পেরোয়নি। এরমধ্যেই অভিনেত্রী শ্যুটিং ফ্লোরে ফেরার জন্য নিজেকে তৈরি করা শুরু করে দিয়েছেন। সূত্রের খবর, আগামী বছরেই রাজের নতুন সিরিজের শ্যুটিং শুরু করবেন অভিনেত্রী। এর আগে ‘ইন্দুবালা ভাতের হোটেল’-সিরিজেও নামভূমিকায় ছিলেন শুভশ্রী। এবারেও তাই থাকবেন। অন্যদিকে ‘বাবলি’ দিয়েই প্রথমবার ওটিটির দুনিয়ায় পা রাখতে চলেছেন টলিউড হার্টথ্রব আবির।
উল্লেখ্য, বুদ্ধদেব গুহর ‘বাবলি’ নিয়ে টলিউডে কাজের কথা এই প্রথম না। এর আগে রাজ চক্রবর্তী এই বিখ্যাত উপন্যাসটি নিয়ে ছবি বানাতে চেয়েছিলেন। এমনকী ২০২০ সালে লেখক নিজেও জানিয়েছিলেন ‘বাবলি’ নিয়ে ছবি হবে। কিন্তু সেসময় করোনা পরিস্থিতির জন্য তা সম্ভব হয়নি। এবার ফের বাবলি, অভির মতো চরিত্রগুলিকে বইয়ের পাতা থেকে ক্যামেরার সামনে তুলে আনার উদ্যোগ নিয়েছেন রাজ। ‘আবার প্রলয়’-এর পর তাঁর নতুন সিরিজ নিয়েও আশাবাদী সকলে।
সাহিত্যিক বুদ্ধদেব গুহর অন্যান্য উপন্যাসগুলির তুলনায় ‘বাবলি’ আকারে বেশ ছোটই। কিন্তু এর বিষয়বস্তু বেশ জটিল। গল্পের মোড়ে মোড়ে রয়েছে মানসিক দ্বন্দ্ব, টানাপোড়েনের কথা। উপন্যাসের বাবলি চরিত্রটিই যেমন। লেখকের বর্ণনায়, বাবলি তেমন সুন্দরী নয়। শরীরের গড়নও বেশ মোটা-সোটা। সে যে খুব ফর্সা, তাও বলা যায় না। অন্যদিকে গল্পের নায়ক অভিরূপ অর্থাৎ অভি সুপুরুষ বলতে যা বোঝায় তাই। বেশ মেধাবী এই ছেলে নিজেকে বাকি সবার থেকে আড়ালে রাখে।
লেখক বলছেন, জঙ্গলে ঘুরতে গিয়ে আলাপ হয় তাঁদের দুজনের। সেখানেই বাবলি অভির প্রতি আকর্ষণ অনুভব করতে শুরু করে। কিন্তু হঠাৎ একদিন সে জানতে পারে অভি ঝুমা নামের এক মেয়েকে ভালবাসে, যে আবার বাবলিরই বান্ধবী। হাজারও গুণের অধিকারী ঝুমা দেখতেও বেশ সুন্দরী। তাহলে শেষ অবধি কী হবে? বাবলি সুন্দরী নয় বলে কি অভিকে হারিয়ে ফেলবে? বাবলি না ঝুমা, শেষ অবধি কাকে বেছে নেবে অভিরূপ? এই নিয়েই বুদ্ধদেব গুহর উপন্যাস ‘বাবলি’।