শেষ আপডেট: 4th February 2025 13:22
দ্য ওয়াল ব্যুরো: টলিপাড়ায় ফের টালমাটাল অবস্থা। ফের একবার ডিরেক্টরস গিল্ডের সঙ্গে ফেডারেশনের বিরোধ। আর এর জেরে কোপ পড়েছে পরিচালক শ্রীজিৎ রায়ের ওপর। কিছুদিনের মধ্যে নতুন তাঁর নতুন ধারাবাহিকের শুটিং শুরুর কথা ছিল। কিন্তু এখন তিনি জানতে পেরেছেন সেটিং গিল্ডের টেকনিশিয়ানরা তাঁর সঙ্গে কাজ করতে চান না! গোটা ঘটনার বিষয় ব্যাখ্যা করে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছেন পরিচালক। এদিকে তাঁর পাশে দাঁড়িয়েছেন রাজ চক্রবর্তী থেকে শুরু করে সুদেষ্ণা রায়রা।
শ্রীজিতের বক্তব্য, গত ২৭ তারিখ থেকে তাঁর একটি নতুন সিরিয়ালের সেটের কাজ শুরু হয়েছিল। তবে হঠাৎ শনিবার থেকে সমস্যার আভাস পান তিনি। মাঝে রবিবার ছিল সরস্বতী পুজো। তারপর সোমবার আরও সমস্যা প্রবল হয়। তাঁর সঙ্গে কাজই করতে চাইছেন না টেকনিশিয়ানরা। বিষয়টি প্রকাশ্যে আসতেই মুখ খুলেছেন পরিচালক রাজ চক্রবর্তী। তাঁর কথায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন যে, কারও কাজ বন্ধ করা যাবে না। তাই এরা কারা, যারা এমন কাজ করছে তা খুঁজে বের করতে চান তিনি।
রাজ বলছেন, ''মুখ্যমন্ত্রীর নির্দেশ রয়েছে কাজ বন্ধ করা যাবে না, কাউকে ব্ল্যাকলিস্ট করা যাবে না। সমস্যার সমাধান করতে হবে আলোচনার মাধ্যমে। কিন্তু কারা এমন পরিবেশ তৈরি করছে সেটা দেখতে হবে। অধিকাংশ টেকনিশিয়ানরা কাজ করতে চায়। তা সত্ত্বেও কীভাবে এই পরিস্থিতি তৈরি হচ্ছে সেটা খুঁজে বের করতে হবে।'' এর আগে পরিচালক রাহুল মুখোপাধ্যায়, জয়দীপ মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায় এইভাবে সমস্যার মুখে পড়েছেন। এবার নাম জুড়ল শ্রীজিতের।
বিষয়টি নিয়ে পরিচালক সুদেষ্ণা রায় বলছেন, ''কারও কাজ বন্ধ করে দেওয়া কোনও শাস্তি হতে পারে না। গত বছর থেকেই আমরা এই বিষয়টি নিয়ে আপত্তি করেছিলাম। তারপর তিনজনকে নিয়ে কমিটি তৈরি হলেও পরে কোনও নোটিফিকেশন আসেনি। এদিক জানুয়ারি মাসের শুরু থেকেই ফের এমন সমস্যা শুরু হয়। কাজ করতে গেলেই বলছে ব্ল্যাকলিস্ট করে দিয়েছে। কারা করছে, কী কারণে করছে, তা স্পষ্ট নয়।''
শ্রীজিৎ রায়ের বিরুদ্ধে অভিযোগ, এর আগে যখন ডিরেক্টর্স গিল্ড-ফেডারেশন ঝামেলা হয়েছিল সেই সময়ে তিনি নাকি টেকনিশিয়ান বিরোধী কথা বলেছিলেন। তার জন্যই নাকি তাঁর প্রতি বিরক্ত টেকনিশিয়ানদের একাংশ। যদিও পরিচালক নিয়ে দাবি করেছেন, গিল্ড থেকে শুরু করে টেকনিশিয়ান সকলের সঙ্গে তাঁর সম্পর্ক ভাল। যে অভিযোগ করা হচ্ছে তা ভিত্তিহীন।