সব অভিযোগ যেন নিমেষেই ভুলে গেলেন রাহুল বৈদ্য, কারণ এবার তিনি নিজেই জানালেন— বিরাট কোহলি তাঁকে আনব্লক করেছেন!
রাহুল বৈদ্য ও বিরাট কোহলি
শেষ আপডেট: 18 May 2025 15:38
দ্য ওয়াল ব্যুরো: কিছুদিন আগেও রাহুল বৈদ্যর ইনস্টাগ্রাম স্টোরিতে বিরাট কোহলি ও তাঁর ভক্তদের উদ্দেশে ঝরে পড়েছিল ক্ষোভের ঝাঁজ। একপা এগিয়ে তিনি দাবি করেছিলেন, ভারত অধিনায়কের ভক্তরা শুধু তাঁকে নয়, তাঁর স্ত্রী ও বোনকেও নাকি সোশ্যাল মিডিয়ায় কটূ ভাষায় আক্রমণ করছে। সেই রাগের মাথায় তাঁকে কোহলি ‘ব্লক’ করে দিয়েছেন বলেও অভিযোগ আনেন তিনি।
তবে সব অভিযোগ যেন নিমেষেই ভুলে গেলেন রাহুল বৈদ্য, কারণ এবার তিনি নিজেই জানালেন— বিরাট কোহলি তাঁকে আনব্লক করেছেন! আর সঙ্গে সঙ্গে গলা বদলে প্রশংসায় ভরিয়ে দিলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ককে। রাহুল ইনস্টাগ্রামে লিখেছেন, “বিরাট কোহলি, ধন্যবাদ আমাকে আনব্লক করার জন্য। আপনি একজন অসাধারণ মানুষ ও ক্রিকেটার। আপনি ভারতের গর্ব। ঈশ্বর আপনাকে ও আপনার পরিবারকে আশীর্বাদ করুন।”
এই পাল্টা ভালবাসায় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। কেউ লিখেছেন, “এত হাওয়ার বদল কেন?” কেউ আবার রসিকতা করে বলেন, “কেরিয়ার ডুবছে বুঝি?” কেউ কেউ তো সরাসরি কটাক্ষ ছুঁড়েছেন, “বিরাট বা ওঁর ভক্তদের কিছু যায় আসে না, আপনি যে গলে গিয়েছেন সেটা ঠিকঠাক বোঝা যাচ্ছে।”
প্রসঙ্গত, আগের এক স্টোরিতে রাহুল বলেছিলেন, “বিরাট কোহলির ভক্তরা ওর থেকেও বড় জোকার। ২ পয়সার জোকার।” কারণ হিসেবে জানান, তাঁকে গালাগাল দেওয়া হচ্ছে, এমনকি পরিবারকেও টেনে আনা হচ্ছে কদর্য মন্তব্যে। সে সময় তাঁর কণ্ঠে ছিল ক্ষোভের আগুন।
আর এই পুরো বিতর্কে ছাইচাপা আগুন জ্বালিয়ে দিয়েছিল একটিমাত্র লাইক! হ্যাঁ, অভনীত কৌরের একটি ইনস্টাগ্রাম পোস্টে বিরাট কোহলির ‘লাইক’ ধরা পড়তেই জল্পনার পারদ চড়েছিল, এবং রাহুলের মত অনেকেই সোশ্যাল মিডিয়ায় নিজের প্রতিক্রিয়া জানান। যদিও পরে বিরাট নিজেই জানান, তিনি কোনও অভনীত-পোস্টে লাইক করেননি, বরং দায় দেন ইনস্টাগ্রামের অ্যালগরিদমকে।