ফাইল চিত্র
শেষ আপডেট: 16 February 2025 11:59
দ্য ওয়াল ব্যুরো: জন্ম থেকেই বলিউড থেকে সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রে রণবীর কাপুর ও আলিয়া ভাটের মেয়ে রাহা। সোশ্যাল মিডিয়ায় তাঁর ‘কিউটনেস’ মন জিতে নিয়েছে নেটিজেনদের। তবে এবার শুধুই মিষ্টত্ব নয়, স্টাইলেও বাজিমাত করল রাহা। দাদু রণধীর কাপুরের জন্মদিনের পার্টিতে তাঁর লুক নজর কেড়েছে সকলের। শনিবার কাপুর পরিবারের এই বিশেষ উদযাপনে রাহা হাজির হয়েছিল ঠাকুমা নীতু কাপুরের সঙ্গে।
পার্টিতে ছিলেন করিনা কাপুর খানও, সঙ্গে তাঁর দুই পুত্র জেহ ও তৈমুর। রাহার পার্টি লুক ছিল একেবারেই রাজকীয়। বিখ্যাত ফ্যাশন ব্র্যান্ড 'ডলস অ্যান্ড গাব্বানা'-র সাদা লেসের ফ্রকে সেজেছিল সে। এই এম্পায়ার লাইন ক্রিস্টেনিং ড্রেসটির দাম প্রায় '১.৫৯ লক্ষ টাকা'! শুধু তাই নয়, তাঁর পায়ে ছিল বিলাসবহুল ডিজাইনার 'ফয়েলড ল্যাম্বস্কিন ডিজি অরিজিনাল লো-টপ স্নিকার', যার দাম প্রায় '৩৪ হাজার টাকা'।
View this post on Instagram
ঠাকুমা নীতু কাপুর এদিন হাজির হয়েছিলেন ব্লেজার ও জিনসে, কালো সানগ্লাস ও হ্যান্ডব্যাগে সম্পূর্ণ করছিলেন নিজের স্টাইল স্টেটমেন্ট। রণধীর কাপুরের জন্মদিনে কাপুর পরিবার একত্রিত হয়েছিল পুরনো ঘরানার আমেজে। পার্টিতে শ্লোকা আম্বানি হাজির হয়েছিলেন দুই সন্তান পৃথ্বী ও বেদাকে নিয়ে। মালাইকা আরোরাও ছিলেন অনুষ্ঠানে।
রণবীর-আলিয়া ২০২২ সালে বিয়ে করেন এবং একই বছরের নভেম্বরে তাঁদের কন্যা রাহার জন্ম হয়। প্রথম বছর মেয়েকে ক্যামেরার আড়ালে রাখলেও ২০২৩ সালের ক্রিসমাসে পরিবারের ঐতিহ্যবাহী মধ্যাহ্নভোজের দিন প্রথমবার প্রকাশ্যে আনেন তাঁরা। তখন থেকেই রাহা সোশ্যাল মিডিয়ার আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। এবার তাঁর স্টাইল স্টেটমেন্টও নজর কাড়ল নেটপাড়ার!