শেষ আপডেট: 25th September 2023 07:58
দ্য ওয়াল ব্যুরো: অবশেষে অপেক্ষার অবসান। যে ছবি দেখার জন্য এতক্ষণ অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন ভক্ত অনুরাগীরা, অবশেষে সেই ছবি প্রকাশ্যে এল। গতকাল অর্থাৎ ২৪ তারিখ রবিবার রাতেই আপ নেতা রাঘব চাড্ডার সঙ্গে সাত পাকে বাঁঁধা পড়েছেন বলিউড অভিনেত্রী পরিণীতি। বলিউডের হাইপ্রোফাইল এই বিয়ে নিয়ে উত্তেজনা ছিল তুঙ্গে। পাশাপাশি ছবি তোলা নিয়ে ছিল কড়াকড়ি। ফলে, বিয়ের পোশাকে কেমন লাগছে বর-কনেকে তা দেখতে মুখিয়ে ছিলেন সকলেই। সোমবার সকালে রাঘব এবং পরিণীতি ইনস্টাগ্রামে প্রকাশ করলেন তাঁদের বিয়ের ছবি।
নেটমাধ্যমে ছবিগুলি প্রকাশ পেতেই ভাইরাল হয়েছে। ইনস্টাগ্রামে পরিণীতি লিখেছেন, 'ব্রেকফাস্ট টেবিলে প্রথম আলাপচারিতা থেকে শুরু করে এই দিনটা আসা পর্যন্ত আমাদের যে কতটা লম্বা অপেক্ষা করতে হয়েছে তা দু'জনের মনই শুধু জানে। আজ থেকে আমাদের চিরকালীন যাত্রা শুরু হল।' ছবি প্রকাশের সঙ্গে সঙ্গেই শুভেচ্ছার বন্যায় ভেসেছেন যুগলে। আয়ুষ্মান খুরানা থেকে নেহা ধুপিয়া, সকলেই যুগলকে শুভেচ্ছা জানিয়েছেন।
পরিণীতি রাঘবের বিয়ের সবকটি ছবিই যেন এক রূপকথা। কোনওটিতে মালাবদল করছেন যুগলে, আবার কোনও ছবিতে রাঘব চুম্বন এঁকে দিচ্ছেন তাঁর সলজ্জ নববধূর কপালে। নেটিজেনদের কথায়, রাঘনীতি ওরফে রাঘব-পরিণীতি যেন 'কাপল গোলস'।
প্রসঙ্গত, উদয়পুরের লীলা প্যালেসে রাঘব-পরিণীতির চার হাত এক হয়। সাংসদ ও বলিউড অভিনেত্রীর বিয়েতে নিরাপত্তার কড়াকড়ি ছিল আঁটোসাঁটো। অতিথিদের ফোনের ক্যামেরায় তোলা ছবি যাতে কোনও ভাবেই না বাইরে যায় তা সুনিশ্চিত করতে প্রত্যেক অতিথির ফোনে লাগিয়ে দেওয়া হয়েছিল স্কচটেপ। এছাড়াও তাজ লেক প্যালেস থেকে যখন লীলা প্যালেসের দিকে প্রমোদতরীতে চেপে রওনা দিয়েছিলেন রাঘব এবং অন্যান্য বরযাত্রী, সেই সময়ও নিরাপত্তারক্ষীরা শামিয়ানা এবং ছাতা দিয়ে বজরাটিকে আড়াল করেন আলোকচিত্রীদের লেন্স থেকে।
রাঘব পরিণীতির শুভ পরিণয় সুসম্পন্ন, বিদায়বেলায় বাজল ‘কবীরা’, এলেন না প্রিয়াঙ্কা, করণ