শেষ আপডেট: 25th September 2023 02:12
দ্য ওয়াল ব্যুরো: অবশেষে উদয়পুরে সুসম্পন্ন হল চলতি বছরে বলিউডের অন্যতম মেগা ইভেন্ট, 'ইশকজাদে' খ্যাত পরিণীতি চোপড়া এবং আপ নেতা রাঘব চাড্ডার বিয়ে (Raghav Parineeti wedding)। একেবারে পরিকল্পনা মাফিকই পরিণীতিকে তাজ লেক প্যালেস থেকে লীলা প্যালেস প্রমোদতরীতে নিতে এলেন রাঘব। তবে দুপুরে যখন প্রমোদতরী রওনা দেয় লীলা প্যালেসের দিকে তখন সাদা চাদরে এবং ছাতায় ঢেকে দেওয়া হয়েছিল যাতে নির্দিষ্ট সময়ের আগেই ছবি না তুলতে পারেন চিত্রগ্রাহকরা।
গোলাপি শাড়িতে সেজেছেন পরিণীতি, হাতে গোলাপি চূড়া। গোলাপি পোশাকে নববধূর মুখেও গোলাপি আভা। অন্যদিকে কালো ব্লেজার, বো-টাইতে সদ্য বিবাহিত রাঘব যেন নয়ের দশকের নায়ক। আগেই পরিকল্পনা ছিল, রবিবার রাতে হবে রিসেপশন। নয়ের দশকের বলিউড থিমের রাজকীয় পার্টিতেই এই পোশাকে সেজেছিলেন বর-কনে।
রবিবার দুপুরে প্রমোদতরীতে চেপে রাঘব সহ বরযাত্রী তাজ লেক প্যালেসে পৌঁছনোর পর শুরু হয় রাঘব-পরিণীতির বিয়ের মূল অনুষ্ঠান। মালাবদল, সাত পাক সুসম্পন্ন হয়। এরপরই সন্ধ্যে ৭.৩০ নাগাদ চলে বিদায়ী পর্ব। বিদায়ীর সময়ে বাজছিল 'কবীরা', চোখে জল কনের। এরপরই রাতে গ্র্যান্ড রিসেপশন চলে।
জানা গেছে, রাঘবের পক্ষ থেকে বরযাত্রী হিসেবে উপস্থিত ছিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান, অরবিন্দ কেজরিওয়াল সহ একাধিক তাবড় রাজনৈতিক ব্যক্তিত্বরা। অন্যদিকে পরিণীতির পক্ষে এই বিয়েতে যোগদান করেন সানিয়া মির্জা, ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রা। তবে আনন্দের মধ্যেও হালকা মন খারাপ পরিণীতির, আগে থেকে পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তে বোনের বিয়েতে যোগ দিতে পারেননি প্রিয়াঙ্কা চোপড়া। অন্যদিকে শেষ মুহূর্তে জরুরি কারণে আটকে পড়ায় আসতে পারলেন না করণ জোহরও।
সূর্য-দীপার ভালবাসার রিইউনিয়ন, স্টার জলসার তারকারা হাজির ‘অনুরাগের ছোঁয়া’র বিশেষ পর্বে