শেষ আপডেট: 13th March 2025 12:56
দ্য ওয়াল ব্যুরো: বলিউডে অনেক তারকাই কাস্টিং কাউচের শিকার হয়েছেন, আর শরীরের গঠন বা গায়ের রং নিয়ে প্রশ্নের মুখে পড়ার ঘটনাও নতুন নয়। তবে আজকাল সেলেবরা এসব বিষয়ে খোলাখুলি কথা বলতে পিছপা হন না। ঠিক যেমন একসময় নিজের অভিজ্ঞতা শেয়ার করেছিলেন রাধিকা আপ্তে।
বলিউডে পা রাখার পর প্রথম যে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল রাধিকাকে, তা ছিল তাঁর নাক ও স্তনের আকার নিয়ে। অনেকে বলেছিলেন, তাঁর নাকের আকৃতি ঠিক নয়, আবার কেউ মন্তব্য করেছিলেন, বড় স্তন না থাকলে অভিনেত্রী হওয়া যায় না। এমনকি তাঁকে সার্জারি করার পরামর্শও দেওয়া হয়েছিল। কিন্তু কোনও দিনই তিনি এই সব কথার তোয়াক্কা করেননি।
টাইপকাস্টিং নিয়েও খোলাখুলি কথা বলেছেন রাধিকা। তিনি জানিয়েছেন, একের পর এক চরিত্রের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন, কারণ অধিকাংশ ক্ষেত্রেই তাঁর চেহারা দেখেই সিদ্ধান্ত নেওয়া হত, তিনি কোন ধরনের চরিত্রে মানানসই। একসময় মনে করা হত, তাঁকে শুধু দরিদ্র গ্রামের মেয়ে চরিত্রেই মানাবে। আবার "বাদলাপুর" করার পর অনেকে ভাবতে শুরু করেন, তিনি কেবল সেক্স কমেডি চরিত্রেই মানানসই।
"আন্ধাধুন" করার সময়, যখন তিনি ইন্ডাস্ট্রিতে একেবারে নতুন, তখনও তাঁকে নাকের আকৃতি বদলাতে ও স্তনের আকার বাড়াতে বলা হয়েছিল। এসব শুনে রাধিকা হতবাক হয়েছিলেন—কীভাবে কেউ এভাবে তাঁর শরীর নিয়ে মন্তব্য করতে পারে! তবে এসব পরামর্শকে উপেক্ষা করেই তিনি প্রমাণ করেছেন, প্রতিভা দিয়েও ইন্ডাস্ট্রিতে দাপটের সঙ্গে কাজ করা সম্ভব। টাইপকাস্টের শিকার হয়েও তিনি নিজেকে ভেঙে বের করেছেন, আর আজ তিনি বলিউডের অন্যতম শক্তিশালী ও সাহসী অভিনেত্রী।