শেষ আপডেট: 17th October 2024 17:26
দ্য ওয়াল ব্যুরো: মা হতে চলেছেন অভিনেত্রী রাধিকা আপ্তে। বিয়ের ১২ বছর পর প্রথম সন্তানের জন্ম দিতে চলেছেন অভিনেত্রী। বুধবার বিএফআই লন্ডন চলচ্চিত্র উৎসবে 'সিস্টার মিডনাইট' সিনেমার প্রদর্শনীতে অংশ নেন তিনি। সেখানে তাঁর বেবি বাম্প দেখে রীতিমতো হতবাক ভক্তরা।
এতদিন সোশ্যাল মিডিয়ায় তাঁর প্রেগন্যান্সির কোনও ছবিই প্রকাশ্যে আনেনি রাধিকা। হঠাৎই তাঁকে লন্ডন চলচ্চিত্র উৎসবে দেখা গেল। উৎসবের অনেক ছবিই অভিনেত্রী শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে। তাতে দেখা যাচ্ছে, রাধিকার পরনে রয়েছে কালো অফ শোল্ডার মিডি ড্রেস, চুলে পরিপাটি করে খোঁপা বাঁধা।
View this post on Instagram
বিবাহের প্রায় ১২ বছর পরে মা হতে চলেছেন তিনি। তবে এই দম্পতির দু'জনেরই তুমুল জনপ্রিয়তা থাকা সত্বেও ব্যক্তিগত জীবন একেবারেই প্রকাশ্যে আসতে দেন না তাঁরা। পোস্ট শেয়ার করতেই উচ্ছ্বসিত নেটিজেনরা। এখনও পর্যন্ত পোস্টটিতে প্রচুর লাইক আর শেয়ার হয়েছে। অভিনন্দন ও শুভেচ্ছার বন্যায় ভরে গিয়েছে অভিনেত্রীর পোস্টে।
এবার প্রশ্ন হল অভিনেত্রী বিয়ে করলেন কবে? কেই বা তাঁর স্বামী? ২০১৩ সালে বিয়ের খবর প্রকাশ্যে এনেছিলেন নায়িকা। ২০১১ সালে একটি ছবির জন্য লন্ডনে কনটেম্পোরারি ডান্স শিখতে গিয়ে ব্রিটিশ বেহালা বাদক এবং সঙ্গীতশিল্পী বেনেডিক্ট টেলরের সঙ্গে তাঁর পরিচয় হয়। তারপরে এক বছরের মাথায় ২০১২ সালে বিয়ে করেন ইংল্যান্ডে।
সাধারাণত তারকাদের সিংহভাগ তাঁদের জীবনের গুরুত্বপূর্ণ খবর সমাজমাধ্যমে বিশেষ পোস্টের মাধ্যমে জানান। রাধিকা কিন্তু সম্পূর্ণ বিপরীত পথে হেঁটেছেন। ১২ বছর পরে তিনি মা হতে চলেছেন। তাও তার কোনও ছাপ দেখা যায়নি সোশ্যাল মিডিয়ায়। ফলে তাঁর পোস্টে এক নেটিজেন কমেন্ট করেছেন, 'ওএমজি!! আপনি গর্ভবতী। অনেক শুভেচ্ছা রইল।’