Latest News

আন্তর্জাতিক রবীন্দ্র সমারোহে হাজির লন্ডন, বাংলাদেশ, কলকাতার রবীন্দ্রসঙ্গীতের বিশিষ্ট শিল্পীরা

চৈতালি দত্ত

ড: আনন্দ গুপ্তের আয়োজনে এক সম্পূর্ণ ভিন্ন ধারার চারদিনব্যাপী আন্তর্জাতিক রবীন্দ্র সমারোহ (rabindra sangeet) শুরু হতে চলেছে। ৩ – ৫ ফেব্রুয়ারি বিকেল

৫ টায় রবীন্দ্র সদনে এবং ৮ ফেব্রুয়ারি সমাপন অনুষ্ঠান জোড়াসাঁকো ঠাকুরবাড়ির রথীন্দ্র মঞ্চে বিকেল ৫ টার থেকে অনুষ্ঠিত হবে।

Image - আন্তর্জাতিক রবীন্দ্র সমারোহে হাজির লন্ডন, বাংলাদেশ, কলকাতার রবীন্দ্রসঙ্গীতের বিশিষ্ট শিল্পীরা

এই চারদিনের অনুষ্ঠানে অংশ নিতে যেমন লন্ডনের শিল্পীরা উপস্থিত থাকবেন। তেমনি কলকাতা, বাংলাদেশের শিল্পীরা একই মঞ্চে ভিন্ন আঙ্গিকে রবীন্দ্রনাথের সৃষ্টিকে উদযাপন করবেন ।
কোন্ দিনে কোন্ শিল্পীরা মঞ্চ অলংকৃত করবেন সেই তালিকা দেখা যাক।

৩ ফেব্রুয়ারি ‘গুরুদেব ও স্বদেশ ভাবনা’ শীর্ষক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন গানে প্রমিতা মল্লিক, ড: আনন্দ গুপ্ত ও দক্ষিণায়ন ইউ কে র ছাত্রছাত্রীরা। নৃত্য পরিবেশনায় শুভাশিষ ভট্টাচার্য, সুস্মিতা ভট্টাচার্য, দীপ্তাংশু পাল, গার্গী নিয়োগী।
৪ ফেব্রুয়ারি ‘ প্রেমের আড়ালে রবি’ নামাঙ্কিত অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনের দায়িত্বে রয়েছেন শ্রাবণী সেন, ড: আনন্দ গুপ্ত, দক্ষিণায়নের ছাত্রছাত্রীবৃন্দ। পাঠে দেবাশিস কুমার, দেবযানী বসু কুমার, শুভদীপ চক্রবর্তী। এদিনের শেষ নিবেদনে গুরু সঞ্চিতা ভট্টাচার্যের পরিচালনায় নৃত্যানুষ্ঠান ‘অধরা মাধুরী’।

Image - আন্তর্জাতিক রবীন্দ্র সমারোহে হাজির লন্ডন, বাংলাদেশ, কলকাতার রবীন্দ্রসঙ্গীতের বিশিষ্ট শিল্পীরা

৫ ফেব্রুয়ারি, ‘হে অনন্তপুণ্য’ অনুষ্ঠানে সঙ্গীত নিবেদনে স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত, অদিতি মহসিন, ড: আনন্দ গুপ্ত, শুভদীপ চক্রবর্তী।

Image - আন্তর্জাতিক রবীন্দ্র সমারোহে হাজির লন্ডন, বাংলাদেশ, কলকাতার রবীন্দ্রসঙ্গীতের বিশিষ্ট শিল্পীরা

এই অনুষ্ঠান সম্পর্কে প্রশ্ন করতেই ড: আনন্দ গুপ্তের কথায় , ‘ এটি রবীন্দ্রসঙ্গীতের এমন উৎসব উদযাপন যা বেশ অন্যরকম বলা বাহুল্য। আমরা লন্ডন থেকে যেমন আসছি, তেমনি অনুষ্ঠানে যোগদান করবেন কলকাতা, বাংলাদেশের বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীতজ্ঞেরা । রবীন্দ্রনাথ এমন একজন আন্তর্জাতিক শিল্পী, দার্শনিক তাঁর ব্যাপ্তি দেশ-কাল সীমানা ছাড়িয়ে সুদূরে বিস্তৃত। সেই শিল্পীকে এই আয়োজনের মাধ্যমে আমরা শ্রদ্ধাজ্ঞাপন করব এটাই বড় ব্যাপার।’

You might also like