Date : 12th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
Eng vs Ind: বুমরাহর দাপটের পর ভারতকে টানছে রাহুল-পন্থ জুটিঘটকালির ছকে প্রেমের ফাঁদ! ম্যাট্রিমনি সাইটে পরিচয়, ৪৪ লক্ষ টাকা হাতিয়ে পগারপার পাত্রফের শহরে সিভিক ভলান্টিয়ারের 'দাদাগিরি'! ৬টি ধারায় মামলাভিন্ন ধর্মে বিয়ে, মেয়ের কুশপুতুল দাহ করলেন বাবা, চাঞ্চল্য রাজগঞ্জেস্ত্রীকে নির্যাতন, পরকীয়ার অভিযোগে পদ খোয়ালেন তৃণমূল ব্লক সভাপতিরাস্তায় যৌন হেনস্থা, ঠাটিয়ে চড় ফতিমাকে! শিউরে ওঠা ঘটনার বিবরণ দিলেন অভিনেত্রীচিকিৎসককে হুমকি, কাঞ্চনের 'অপরাধ' দেখছেন না বিজেপির রাজ্য সভাপতি! দিলেন ব্যাখ্যাওWorld Kebab Day: আজ বিশ্ব কাবাব দিবস, সপ্তাহান্তে লোভাতুর বাঙালির জন্য রইল শহরের ৫ দোকানের হদিসLocal Trains Cancel: আবার একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল, দুর্ভোগে নিত্যযাত্রীরাছিল তিন, হল চার, পুজোর ছবিতে নাটকীয় এন্ট্রি নিলেন দুঁদে গোয়েন্দা! চিন্তায় প্রযোজকরা
Bengali Movie Raash

নন্দনে নেই ‘রাস’! রিভিউ কমিটির দিকে আঙুল তুলতেই তথাগতকে ‘অশিক্ষিত’ তকমা প্রেমেন্দুর

গত শুক্রবার মুক্তি পেয়েছে 'রাস'। দর্শক এখনও পর্যন্ত পারিবারিক এই ছবিটিকে ভালর তকমা দিয়েছে। ছবি না দেখানোর কারণ হিসেবে কী জানানো হয়েছে তথাগতকে? প্রশ্ন রেখেছিল দ্য ওয়াল।

নন্দনে নেই ‘রাস’! রিভিউ কমিটির দিকে আঙুল তুলতেই তথাগতকে ‘অশিক্ষিত’ তকমা প্রেমেন্দুর

শেষ আপডেট: 13 June 2025 09:59

বিহঙ্গী বিশ্বাস 

ফের আলোচনার কেন্দ্রে সরকারি হল 'নন্দন' ও 'রাধা'। তথাগত মুখোপাধ্যায় পরিচালিত ছবি 'রাস'কে ঘিরেই শুরু নতুন বিতর্ক। এ দিন অর্থাৎ বৃহস্পতিবার পরিচালক জানান, নন্দনের রিভিউ কমিটির মতামত অনুযায়ী, সিনেমাটি নাকি রাধা ও নন্দনের প্রদর্শনের যোগ্য নয়! এ প্রসঙ্গে রিভিউ কমিটির অন্যতম সদস্য পরিচালক প্রেমেন্দু বিকাশ চাকীর সঙ্গে দ্য ওয়ালের তরফে যোগাযোগ করা হলে তাঁর পাল্টা বক্তব্য, "পরিচালক অশিক্ষিতের মতো কথা বলছেন"।

গত শুক্রবার মুক্তি পেয়েছে 'রাস'। দর্শক এখনও পর্যন্ত পারিবারিক এই ছবিটিকে ভালর তকমা দিয়েছে। ছবি না দেখানোর কারণ হিসেবে কী জানানো হয়েছে তথাগতকে? প্রশ্ন রেখেছিল দ্য ওয়াল। তিনি বলেন, "আমাদের টিম থেকে প্রেক্ষাগৃহটি সিইওর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, রিভিউ কমিটির রাস দেখে মনে হয়েছে তা নন্দনে দেখানোর যোগ্য নয়। কেন এমন মনে হল তা আমি জানি না। দর্শকদের এত ভাল রিভিউ সত্ত্বেও তাঁদের এমনটা মনে হয়েছে।" এই রিভিউ কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন পরিচালক সুদেষ্ণা রায়, প্রেমেন্দু বিকাশ চাকী সহ অনেকেই। তাঁদের কাছে কি কারণ জানতে চেয়েছিলেন পরিচালক? তিনি বলেন, "না ইচ্ছে হয়নি। সেই কারণেই যোগাযোগ করিনি।"

first look of bengali movie raash directed by tathagata mukherjee which  starring vikram chatterjee devlina kumar and others ent : 2024-12-28 |  Aajkaal Bengali News, Bangla News, Breaking News in Bengali

পরিচালকের 'ইচ্ছে' না হলেও দ্য ওয়ালের তরফে যোগাযোগ করা হয় প্রেমেন্দুর সঙ্গে। রিভিউ কমিটির সিদ্ধান্ত-- এই কথা শুনেই কার্যত ক্ষুব্ধ হয়ে ওঠেন তিনি। তথাগতর ওই মন্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, "অশিক্ষিতের মতো কথা বলছেন পরিচালক। রিভিউ কমিটি কখনওই এ ধরনের সিদ্ধান্ত নিতে পারে না। যখনই কোনও ছবি প্রদর্শিত হয়, তখন তা কেমন লাগল, সেটুকু রিভিউ দেয় ওই কমিটি। বাকি সিদ্ধান্ত আমাদের হাতে নেই।" তাহলে কার হাতে আছে? তাঁর উত্তর, "সবটাই সরকারি সিদ্ধান্ত।  এর চেয়ে বেশি কিছু জানি না।"

এর আগে নন্দনে তথাগতর হিট ছবি 'পারিয়া' অনেক দিন চলেছিল। 'রাস' প্রেক্ষাগৃহে মোটামুটি পারফর্ম করছেএমন দাবি করে প্রেমেন্দু আরও বলেন, "শুধু নন্দন নিয়েই পরিচালক বলছেন! রাস কি বাকি জায়গাগুলোতে দারুণ পারফর্ম করছে? তা তো নয়! ওঁর পারিয়াও তো নন্দনেই এতদিন চলেছে। তাহলে এই ক্ষেত্রে উনি এমনটা কেন বলছেন?" যদিও তথাগতর পাল্টা যুক্তি, মাল্টিপ্লেক্স ছাড়া যে সমস্ত সিঙ্গল স্ক্রিনে রাস মুক্তি পেয়েছে, তার প্রায় প্রত্যেকটির শো-টাইম 'অড' অর্থাৎ প্রাইম টাইমে নয়। তিনি বলেন, "প্রথমত 'রাস' খারাপ চলছে এই কথাটাই হাস্যকর। প্রেক্ষাগৃহের বাইরে দর্শকদের হাসিমুখ ও সোশ্যাল মিডিয়ায় হাজারও ভাল রিভিউই তাঁর প্রমাণ।  কিছু জায়গায় আন্ডার পারফর্ম করছে,  ব্যারাকপুর বা শেওড়াফুলির হলগুলোতে এমন সব শো-টাইম যে মানুষের ইচ্ছে থাকলেও তাঁরা যেতে পারছেন না! অন্যদিকে যে সব মাল্টিপ্লেক্সে ভাল ফল করছে সেখানে টাইম বদলে দেওয়া হচ্ছে!" 

কোভিডের পর থেকেই বাংলা ছবির বাজার খারাপ। পাশে থাকুন-- বার্তা নিয়ে বারেবারেই সরব হয়েছেন বহু পরিচালক। এরই মধ্যে বিভিন্ন সময়ে ইন্ডাস্ট্রির মধ্যে এ হেন বিতর্ক আদপে কি বাংলা ছবিরই ক্ষতি নয়? প্রশ্ন অনেক, উত্তর যদিও অজানা। 


ভিডিও স্টোরি