শেষ আপডেট: 29th January 2025 15:27
দ্য ওয়াল ব্যুরো: অভিনেতা আর মাধবন সম্প্রতি তাঁর ছেলে বেদান্ত মাধবনকে নিয়ে কয়েকটি কথা শেয়ার করেছেন। বেদান্ত ভারতের একজন প্রখ্যাত ফ্রিস্টাইল সুইমার হিসেবে পরিচিত। মাধবন জানান, ছেলে বেদান্তের খ্যাতির কারণে তাঁর জীবনে কতটা পরিবর্তন আসতে পারে। সে বিষয়ে তিনি তাঁকে সতর্ক করেছেন। এমনকি ছেলেকে কিছু কথা শিখিয়েও রেখেছেন, যাতে কোনওরকম কটাক্ষের মুখে পড়তে না হয়।
বেদান্ত ম্যালেশিয়ান ওপেনে পাঁচটি সোনার পদক, ড্যানিশ ওপেনে একটি সোনার ও একটি রুপোর পদক এবং লাটভিয়া ও থাইল্যান্ড ওপেনে একটি ব্রোঞ্জ পদক অর্জন করেছেন। তিনি কমনওয়েলথ ইয়ুথ গেমসে পঞ্চম স্থানও অর্জন করেছেন। মাধবন একটি সাক্ষাৎকারে বলেন, 'এটা খুব গর্বের বিষয় যখন সাধারণ মানুষ এসে বলে, 'আমরা তোমার কাজ পছন্দ করি, কিন্তু ভেদান্তের কারণে আমরা গর্বিত।'
মাধবন আরও জানান, বেদান্তকে তাঁর খ্যাতির কারণে যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, তা নিয়ে তিনি সতর্ক করেছেন। 'তুমি আর আগের মতো বন্ধুদের সঙ্গে মজা করতে পারবে না, কারণ যদি কোনও ছবি এমনভাবে তোলা হয়, যেটায় তুমি ভুল কিছু করছো, তা হয়ে যেতে পারে জাতীয় খবর। তোমাকে দায়িত্ব নিতে হবে যে, তুমি এখন পরিচিত একজন ব্যক্তিত্ব এবং একজন রোল মডেল,' তিনি বলেন।
মাধবন তার 'তানু ওয়েডস মানু' ছবির সহঅভিনেত্রী 'কঙ্গনা রানাউত' এর সঙ্গে আবারও একসঙ্গে কাজ করছেন। এটি একটি প্যান-ইন্ডিয়া সাইকোলজিক্যাল থ্রিলার, যা পরিচালনা করছেন 'বিজয়'। কঙ্গনা ইনস্টাগ্রামে একটি ক্ল্যাপারবোর্ড ছবি শেয়ার করে ছবিটির ঘোষণা করেছেন।