শেষ আপডেট: 24th April 2023 06:09
দ্য ওয়াল ব্যুরো: আর মাধবন (R Madhaban) এবং কঙ্গনাকে (Kangana Ranaut) একই সঙ্গে পর্দায় একবার নয় বরং দু'বার দেখেছেন দর্শক। তনু ওয়েডস মনু এবং তনু ওয়েডস মনু রিটার্নস ছবিতে গড়পড়তা নায়িকার বদলে কঙ্গনার অন্য ধরনের চরিত্রকে পছন্দ হয়েছিল দর্শকের। মাধবন এবং কঙ্গনার জুটিও দর্শক পছন্দ করেছিলেন।
এবার সহকর্মী তথা নিজের ছবির নায়িকার প্রশংসা শোনা গেল মাধবনের গলায়। যেখানে বলিউডের বিভিন্ন ইস্যুতে মুখ খুলে কঙ্গনা অনেকেরই চক্ষুশূল সেখানে প্রাক্তন সহকর্মীর সঙ্গে যে তাঁর সম্পর্ক এখনও যথেষ্ট ভাল তা বোঝা গেল মাধবনের কথায়। তিনি বলেন, কঙ্গনা একজন নেহাত গড়পড়তা একঘেয়ে নায়িকা নন। যে কটি চরিত্র তিনি করেছেন সবগুলিই যথেষ্ট শক্তিশালী। মাধবনের মতে, তিনি যথেষ্ট সৌভাগ্যবান যে একজন শক্তিশালী অভিনেত্রীর সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়েছেন।
মাধবনের কথায় তাঁর প্রতিটি ছবিতেই নায়িকার চরিত্রগুলি যথেষ্ট শক্তিশালী। শক্তিশালী নারী চরিত্র তিনি তাঁর চারপাশেও দেখেছেন এমনই মত অভিনেতার। প্রসঙ্গত, তিনি তাঁর মায়ের উদাহরণও টেনে আনেন। তাঁর মতে, অভিনেতার মা বহু বছর ধরে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ম্যানেজারের পদ সামলেছেন। ফলে, শক্তিশালী নারী চরিত্র কেমন হতে পারে এ সম্পর্কে তাঁর যথেষ্ট ধারণা আছে এমনই বক্তব্য মাধবনের।
কঙ্গনা এবং শালিনীর প্রসঙ্গে থ্রি ইডিয়টস অভিনেতার মত যে এই অভিনেত্রীরা শুধুমাত্র পর্দায় নাচ করে বা নায়কের থেকে মার খেয়েই তাদের চরিত্রের সম্পূর্ণ দিকটি ফুটিয়ে তোলে না। পর্দায় গুরুত্বপূর্ণ আরও অনেক কিছু করার থাকে তাঁদের চরিত্রদের। এই প্রসঙ্গেই মাধবন বলেন যে তিনি নিজেও এই ধরনের ছবি করতে পছন্দ করেন না। পাশাপাশি, যে দর্শকরা এই ধরনের ছবি দেখতে পছন্দ করেন তাঁদের পছন্দ নিয়েও প্রশ্ন তোলেন অভিনেতা।
মাধবনের এই প্রশংসায় খুশি কুইন নিজেও। মাধবনকে উদ্দেশ করে কঙ্গনার মন্তব্য 'শর্মাজি আপনি বেশ ডার্লিং টাইপের'। সুতরাং বলিউডের অন্যান্য অভিনেতা যতই কঙ্গনাকে এড়িয়ে চলুন, তনুর সঙ্গে মনুর রসায়নে কিন্তু একটুও ঘাটতি হয়নি।
ক্যাটরিনা কি অন্তঃসত্ত্বা! সলমনের ইদ পার্টিতে নাকি ওড়নায় ঢেকেছেন বেবিবাম্প, তুঙ্গে জল্পনা