শেষ আপডেট: 11th September 2023 11:53
দ্য ওয়াল ব্যুরো: ২০২২-এ বক্স অফিসে যে ছবি ঝড় তুলেছিল সেটি কোনও বলিউড ছবি নয়। আল্লু অর্জুন এবং রশ্মিকা মান্দানার 'পুষ্পা'র ম্যাজিকে মজেছিলেন গোটা ভারতের দর্শক। মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে কৌতূহল ছিল কবে আসতে চলেছে 'পুষ্পা ২' (Pushpa 2)। অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটল। আনুষ্ঠানিক ভাবে ঘোষণা হল 'পুষ্পা ২'-এর মুক্তির তারিখ। আগামী বছর অর্থাৎ ২০২৪-এই স্বাধীনতা দিবসের দিন ১৫ অগস্ট আসতে চলেছে 'পুষ্পা ২'।
জানা গেছে, একই দিনে মুক্তি পাবে অজয় দেবগনের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি 'সিংঘম'-এর নতুন ছবি সিংঘম এগেইন'। ফলে বক্স অফিসে যে ফের জোর টক্কর হতে চলেছে তা এখন থেকেই অনুমান করা যাচ্ছে। চলতি বছরের জাতীয় পুরস্কারের মঞ্চেও ছিল 'পুষ্পা'র জয়জয়কার। 'পুষ্পা'র দৌলতে ৬৯ তম জাতীয় পুরস্কারে সেরা অভিনেতার শিরোপা জিতেছেন দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুন। পাশাপাশি এই ছবির জন্য সেরা সঙ্গীত পরিচালকের খেতাব পেয়েছেন দেবী শ্রী প্রসাদ।
https://twitter.com/MythriOfficial/status/1701182519545389130?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1701182519545389130%7Ctwgr%5E914fb9dc0b048b8d2ffd566fcc4c9021badb22b6%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pinkvilla.com%2Fentertainment%2Fsouth%2Fpushpa-2-releasing-on-15th-august-2024-announcement-by-mythri-movie-makers-1242236
জানা গেছে, নতুন 'পুষ্পা'তেও নায়ক নায়িকার চরিত্রে আল্লু অর্জুন এবং রশ্মিকা মান্দানাকেই দেখা যাবে।শোনা যাচ্ছে এই ছবিতে দেখা যেতে পারে আরও এক দক্ষিণী তারকা সাই পল্লবীকেও। তবে সে বিষয়ে এখনও নিশ্চিত ভাবে কিছু জানাননি নির্মাতারা। সম্ভবত, একজন আদিবাসী মহিলার চরিত্রে দেখা যাবে সাই পল্লবীকে।
প্রসঙ্গত, 'পুষ্পা ২' এর শ্যুটিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ভাইজাগে ছবির একটি অংশের শ্যুটিং ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। শোনা যাচ্ছে মার্চ মাসে শেষ হবে ছবির বাকি অংশের শ্যুটিং। ইতিমধ্যেই নতুন 'পুষ্পা'তে আল্লু অর্জুনের লুক নজর কেড়েছে নেটিজেনদের। অগস্ট মাসে 'পুষ্পা ২' দেখার জন্য এখন মুখিয়ে আছেন সকলে।
জোনাস ব্রাদার্সের কনসার্টে ‘হিরো’র নায়িকাদের রিইউনিয়ন, এক ফ্রেমে প্রিয়াঙ্কা-প্রীতি