শেষ আপডেট: 9th December 2024 16:06
দ্য ওয়াল ব্যুরো: রিলিজের আগে থেকেই আল্লু অর্জুন ও সুকুমারের 'পুষ্পা ২' নিয়ে উন্মাদনা ছিল দর্শকদের মধ্যে। রিলিজের চার দিনের মধ্যে ৮০০ কোটির বক্স অফিস কালেকশন উন্মাদনায় শিলমোহর দিল। মাত্র চার দিনে ৮০০ কোটির ব্যবসা, সিনেমা জগতে মাইল ফলক, বলছেন অনেকেই। চলতি সপ্তাহের শেষে এই অঙ্ক ১০০০ কোটি ছাড়িয়ে যাবে বলে আশাবাদী নির্মাতারা।
ট্রেড অ্যানালিস্ট রমেশ বালা তাঁর এক্স হ্যান্ডেলে এই খবর জানান। এবার নজরবিহীন ভাবে পুষ্পার হিন্দি ভার্সন তেলুগুকে ছাপিয়ে গিয়েছে।
ট্রেড ওয়েবসাইট Sacnilk-এর তথ্য অনুযায়ী শুধুমাত্র ভারতেই একদিনে ৮০ কোটি টাকা কামিয়েছে হিন্দি ভার্সনটি। গতকাল অর্থাৎ রবিবার দেশে পুষ্পার বক্স অফিস কালেকশন হয়েছে ১৪১.৫ কোটি টাকা। তার মধ্যে শুধু হিন্দি জোগাড় করেছে ৮৫ কোটি টাকা। মালয়ালম ও কন্নড় ভার্সন থেকে যথাক্রমে ১.৯ কোটি ও ১.১ কোটি আয় হয়েছে।
৫ ডিসেম্বর, তেলুগু, হিন্দি, মালয়ালম, তামিল, কন্নড় এবং বাংলা ভাষায় মুক্তি পেয়েছে পুষ্পা ২।
আল্লু অর্জুনের সঙ্গে আবারও পর্দায় ফিরছেন রশ্মিকা মন্দানা, ফাহাদ ফাসিল, রাও রমেশ, সুনীল, অজয় ঘোষ, ধনঞ্জয়, এবং প্রতাপ ভাণ্ডারিরাও।