শেষ আপডেট: 31st May 2023 14:57
দ্য ওয়াল ব্যুরো: দুর্ঘটনার মুখে পড়ল ‘পুষ্পা ২’ টিম। সূত্রের খবর, শ্যুটিং সেরে হায়দরাবাদে ফেরার পথে ক্রু সদস্যদের একটি বাস রাস্তায় ওপর একটি বাসকে সজোরে ধাক্কা মারে। জোরালো ধাক্কায় একেবারে দুমড়ে মুচড়ে যায় শ্যুটিং টিমের বাসটি। ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার নালগোন্ডা এলাকায়। সৌভাগ্যবশত, এই ঘটনায় কারও বড়সড় আঘাত লাগেনি।
জানা যাচ্ছে, পাশের রাজ্য অন্ধ্রপ্রদেশ থেকে শ্যুটিং সেরে বাসে চেপে হায়দরাবাদ ফিরছিল ‘পুষ্পা: দ্যা রুল’ ছবির টিম। অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলায় শ্যুটিং ছিল আল্লু অর্জুনদের। ফেরার পথেই ঘটে দুর্ঘটনা। এতে শ্যুটিং টিমের দুই ক্রু সদস্য। 'পুষ্পা: দ্যা রুল' টিমের দু'জন শিল্পী আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। তবে গুরুতরভাবে কেউ জখম হননি।
এদিকে দুর্ঘটনার পরই জখম ব্যক্তিদের নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসা করানো হয় তাঁদের। দুর্ঘটনার পর যে ছবিটি সামনে এসেছে তাতে দেখা যায়, শিল্পীদের ওই বাসটির সামনের অংশ একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে। তবে এই দুর্ঘটনা নিয়ে এখনও অবধি ছবির নির্মাতাদের তরফে কোনও বিবৃতি জারি করা হয়নি।
২০২১-এ করোনা আবহে মুক্তি পেয়েছিল আল্লু অর্জুনের 'পুষ্পা: দ্যা রাইজ' ছবিটি। ছবিটি সুপার হিট হয়। সকলের মুখে মুখে 'পুষ্পা' আল্লু অর্জুনের প্রশংসা ঘুরে ফেরে। প্রায় ৩৫০কোটি টাকারও বেশি ব্যবসা করে এই ছবি। আর তারপর থেকেই সকলে ছবির দ্বিতীয় পার্ট 'পুষ্পা: দ্যা রুল' মুক্তির অপেক্ষায় রয়েছেন।
উল্লেখ্য, গতবছরের শেষেই শুরু হয়েছিল ‘পুষ্পা: দ্যা রুল’ ছবির শ্যুটিং। মাসখানেক আগেই তার ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে। সেখানে আল্লু অর্জুনের ছবি দেখে চমকে গিয়েছিলেন সকলেই। আপাতত সকলেই মুক্তি অপেক্ষায় দিন গুনছেন। যদিও ছবিটি ঠিক কবে মুক্তি পাবে তা এখনও জানাননি নির্মাতারা।
নাচের তালে মাতলেন মাধুরী-করিশ্মা! অনুরাগীরা বলছেন, 'শাহরুখই শুধু নেই'