শেষ আপডেট: 11th December 2024 20:14
দ্য ওয়াল ব্যুরো: এই মুহূর্তে দক্ষিণী ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুনের নাম মুখে মুখে। নেপথ্যে পুষ্পা ২। বড় পর্দার পুষ্পারাজে মজে তাঁর ভক্তরা। পুষ্পার প্রথম ভাগে দর্শকের দিল জিতে নিয়েছেন এই দক্ষিণী সুপারস্টার। ফলে বহুদিন ধরেই এই দ্বিতীয় ভাগের অপেক্ষা করছিলেন অনুরাগীরা। তবে এই অভিনেতার অভিনয় যতটা নজর কাড়া, তেমনই সুন্দর তাঁর ব্যক্তিগত জীবন। আল্লু অর্জুন স্ত্রীকে কি চেনেন?
৪০ পেরিয়েও সুখী দাম্পত্যে রয়েছেন আল্লু। অভিনেতার স্ত্রী স্নেহা রেড্ডি। তাঁদের লাভ স্টোরি সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় খুব একটা বেশি চর্চা না হলেও, সম্পর্ক বেশ আকর্ষণীয়। বিদেশে বন্ধুর বিয়েতে গিয়ে স্নেহার সঙ্গে আল্লুর অর্জুনের প্রথম দেখা। বিভিন্ন সাক্ষাৎকারে তাঁদের প্রথম দেখা হওয়ার কথা বলেছেন।
জানিয়েছিলেন, কমন ফ্রেন্ডের বিয়েতে হাজির হয়েছিলেন দু'জনেই। প্রথম দেখাতেই স্নেহাকে ভালো লেগে যায় আল্লুর। অভিনেতা সব সময় বলেন, স্নেহাকে দেখে তিনি প্রথম বুঝতে পেরেছিলেন, কাকে বলে লাভ অ্যাট ফার্স্ট সাইড।
ওয়েডিং পার্টিতে বাকি পাঁচ জনের মতো তাঁদেরও কথাবার্তা হয়। কিন্তু, বিয়ে বাড়িতেই শুরু, সেখানেই শেষ। এরপর আর সেরকমভাবে কিছু এগোয়নি। পরে ২০১১ সালে ৬ মার্চ হায়দরাবাদে জাঁকজমক পূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে আল্লু অর্জুন বিয়ে করেন স্নেহা রেড্ডিকে।
স্নেহা পেশায় ইঞ্জিনিয়ার। তিনি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ইলেকট্রনিকস ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংএ বিটেক করেন। তারপর কম্পিউটার সায়েন্স নিয়ে স্নোতকত্তর করেন স্নেহা। আল্লু ও স্নেহার বিয়ের এক বছরের মধ্যে তাঁদের ঘর ভাঙার খবর ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। সে সব বাস্তবে কিছুই হয়নি।
২০১৪ সালে ৪ ই এপ্রিল তাঁদের ঘর আলো করে আসে এক পুত্র সন্তান। পুত্র সন্তানের নাম রাখা হয়েছে আল্লু আইয়ান। ছেলের পর ২০১৬ সালের ২১ শে নভেম্বর আলু অর্জুনের ঘর আলো করে আসে তার দ্বিতীয় সন্তান। দ্বিতীয় সন্তান হিসেবে ঘর আলো করে আসেন তাঁর মেয়ে।