শেষ আপডেট: 2nd January 2025 10:58
দ্য ওয়াল ব্যুরো: পাঞ্জাবি গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠক শেষে দিলজিৎ এক্স (আগে টুইটার)-এ লেখেন, '২০২৫ সালের দারুণ শুরু। প্রধানমন্ত্রী @narendramodi জির সঙ্গে একটি বৈঠক। যা স্মরণীয় হয়ে থাকবে। মিউজিকসহ বহু বিষয়ে কথা বলার সুযোগ হয়েছে।'
প্রধানমন্ত্রীর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টেও দিলজিতের প্রশংসা করে বলা হয়েছে, 'দিলজিৎ দোসাঞ্জের সঙ্গে অসাধারণ কথোপকথন হয়েছে। তিনি সত্যিই প্রতিভা এবং ঐতিহ্যের এক মেলবন্ধন। গান, সংস্কৃতি এবং আরও অনেক বিষয়ে একে অপরের সঙ্গে দীর্ঘক্ষণ করা বলেছি।'
মঙ্গলবার লুধিয়ানায় নিজের ‘দিল-লুমিনাতি ইন্ডিয়া ট্যুর’-এর সমাপ্তি করেছেন দিলজিৎ। পাঞ্জাব কৃষি বিশ্ববিদ্যালয়ের মাঠে আয়োজিত এই কনসার্ট দিয়ে তিনি অক্টোবরের শেষ থেকে শুরু হওয়া দুই মাসব্যাপী ভারত সফর শেষ করেন। লুধিয়ানার কনসার্টের কয়েকটি ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করে দিলজিৎ লিখেছেন, 'শুভ নববর্ষ। আমার শহর লুধিয়ানায় এর চেয়ে বড় ফিনালে আর হতে পারে না।'
A fantastic start to 2025
— DILJIT DOSANJH (@diljitdosanjh) January 1, 2025
A very memorable meeting with PM @narendramodi Ji.
We talked about a lot of things including music of course! pic.twitter.com/TKThDWnE0P
ভিডিওতে দেখা গিয়েছে, ভিড়ে ঠাসা মাঠ। তাঁর দাবি, এই সফর ছিল ভারতীয় সংগীতের ইতিহাসে সবচেয়ে বড় সফর। কনসার্ট চলাকালীন প্রবীণ পাঞ্জাবি গায়ক এবং রাজনীতিবিদ মুহাম্মদ সাদিককে মঞ্চে আমন্ত্রণ জানিয়ে দিলজিৎ তাঁকে ‘রিয়েল ওজি (Real OG)’ বলে অভিহিত করেন। দু’জনে মিলে গান জনপ্রিয় পাঞ্জাবি গান ‘মালকি কিমা’।
এর আগে ৩০ ডিসেম্বর গুয়াহাটিতে নিজের কনসার্ট প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে উৎসর্গ করেন দিলজিৎ। ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে তিনি লেখেন, 'আজকের কনসার্ট ডঃ মনমোহন সিংজিকে উৎসর্গ করছি। দিল-লুমিনাতি ট্যুর ইয়ার ২৪। তিনি কারও সম্পর্কে কখনো খারাপ কথা বলতেন না, এমনকি কেউ তাঁকে আক্রমণ করলেও না। তাঁর জীবন ছিল একেবারে সাদামাটা ছিল। রাজনীতির মতো জায়গায় এমন মনোভাব বজায় রাখা সত্যিই বিরল।'