Date : 15th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
ওড়িশায় যৌন হেনস্থার অভিযোগে ব্যবস্থা না নেওয়ায় গায়ে আগুন দেওয়া ছাত্রীর মৃত্যুএকটি গ্রাম পঞ্চায়েতেই ৪ হাজারের বেশি ভুয়ো জন্ম-মৃত্যু সার্টিফিকেট! হাইকোর্টে জানাল রাজ্যক্রিকেট বল খুঁজতে গিয়ে বাড়ি থেকে উদ্ধার ৭ বছর পুরনো মানব কঙ্কাল! হায়দরাবাদে রহস্যEng vs Ind: দাম পেল না জাদেজার অবিস্মরণীয় লড়াই, ২২ রানে হেরে গেল ভারতজাল রিফান্ড! একাধিক রাজ্যে অভিযান আয়কর বিভাগের, ধরা পড়ল হাজার কোটির কর ফাঁকিহিন্দমোটরের জমিতে বন্দে ভারত ট্রেন ও মেট্রোর কোচ তৈরির কারখানা, জমি লিজে দিচ্ছে রাজ্য সরকারমহাকাশে ১৮ দিন কাটিয়ে ফিরছেন শুভাংশু, ২২ ঘন্টার দীর্ঘ পথ চেয়ে অধীর আগ্রহে অপেক্ষায় দেশবাসীবলিউডে আউটসাইডার ইনসাইডারি গেমটার বিষয়ে আমি প্যান্ডেমিকের পর থেকে শুনছি'মাকু' লোকজন মিশে গেছে! চাকরিহারাদের 'খোলা চিঠি' দিয়ে বিশেষ বার্তা শুভেন্দুর'বাবাকে সবচেয়ে বেশি ভালবাসতেন, অপমান থেকে বাঁচতে সেই খুন করল?' প্রশ্ন তুলছেন রাধিকার বান্ধবী
Khakee: The Bengal Chapter- Jui Biswas

টালিগঞ্জ থেকে প্রার্থী হচ্ছেন ‘জুঁই বিশ্বাস’, অরূপ বিশ্বাস নন? বড় ঘোষণা প্রসেনজিতের

গত কাল থেকে নেটফ্লিক্স বেশ সরগরম। বাঙালির দাপট চলছে ওয়েব সিরিজ জুড়ে। নীরজ পান্ডের পরিচালনায় ‘খাকি’-র দ্বিতীয় চ্যাপ্টারে বাংলার রাজনীতির আনাচকানাচ। শুধু রাজনীতি নয়, তার সঙ্গে জুড়ে থাকা দূর্নীতি, হিংসা, নৃশংসতা।

টালিগঞ্জ থেকে প্রার্থী হচ্ছেন ‘জুঁই বিশ্বাস’, অরূপ বিশ্বাস নন? বড় ঘোষণা প্রসেনজিতের

অরূপ বিশ্বাস, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জুঁই বিশ্বাস

শেষ আপডেট: 21 March 2025 14:31

শুভঙ্কর চক্রবর্তী

গত কাল থেকে নেটফ্লিক্স বেশ সরগরম। বাঙালির দাপট চলছে ওয়েব সিরিজ জুড়ে। নীরজ পান্ডের পরিচালনায় ‘খাকি’-র দ্বিতীয় চ্যাপ্টারে বাংলার রাজনীতির আনাচকানাচ। শুধু রাজনীতি নয়, তার সঙ্গে জুড়ে থাকা দূর্নীতি, হিংসা, নৃশংসতা। ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এ দর্শক যে মশগুল, তার প্রমাণও মিলেছে। সোশ্যাল ওয়ালে-ওয়ালে ঘুরছে রিভিউ। টাইমলাইনে উপচে পড়ছে প্রশংসার বন্যা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) থেকে জিৎ (Jeet), পরম থেকে শাশ্বত এমনকি রাহুল দেব বসু, ঋত্বিক ভৌমিক, শ্রুতি দাস, শোলাঙ্কি রায়, শ্বেতা মিশ্রদের অভিনয় নিয়েও কম কথা হচ্ছে না।

এসবের মধ্যেও সমানতালে ঘটে চলেছে বেশ কিছু ঘটনা। ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এর বেশ কিছু দৃশ্য ছড়িয়ে পড়েছে সোশ্যাল মাধ্যমে। সুপারস্টার জিৎ (আইপিএস অর্জুন মিত্র)-এর অ্যাকশন সিকোয়েন্স থেকে প্রিয় ‘বুম্বাদা’র (বরুণ রায়) জনসমাবেশে ভাষণের টুকরো চিত্র। ‘খাকি’দর্শক শেয়ার করা ভিডিও ভাইরাল হতে সময়টুকুও নিচ্ছে না।

এমনই এক ‘টুকরো’ ভিডিও নিয়ে শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল দেওয়ালে। এক ভিডিওতে দেখা যাচ্ছে, বরুণ রায় ওরফে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শাসকদলের (জাতীয় গণশক্তি সংগঠন) নেতা, ১২ তম পশ্চিমবঙ্গ ব্রিগেড সমাবেশে বক্তব্য রাখছেন। পাশে দাঁড়িয়ে আছেন আইপিএস অর্জুন (জিৎ)। মঞ্চে উপবিষ্ট শীর্ষেন্দু দাস, মুখ্যমন্ত্রী (শুভাশিস মুখোপাধ্যায়) প্রমুখ। মঞ্চ থেকেই আসন্ন নির্বাচনের প্রার্থী নাম এবং নির্বাচনী কেন্দ্রর ঘোষণা করছেন দাপুটে নেতা বরুণ রায়। তিনি বলেন ‘আলিপুর থেকে রত্নাতমা পুরকায়স্থ’। এবং এরপরেই যে নাম বরুণবাবু রিল লাইফে মুখে আনেন, তার সঙ্গে মিলে যাচ্ছে রিয়েল লাইফের এক রাজনৈতিক ব্যক্তিত্বর নাম। বরুণবাবু বলেন, ‘টালিগঞ্জ থেকে জুঁই বিশ্বাস’।

জুঁই বিশ্বাস নামটি কিন্তু বাংলার শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সঙ্গে জড়িয়ে। জুঁই বিশ্বাস (Jui Biswas)কলকাতা পৌরসভার ৮১ নং ওয়ার্ডের কাউন্সিলর। শুধু কাউন্সিলরই নন, কলকাতা পুরসভার ১০নং বরোর চেয়ারপার্সনও তিনি। পাশাপাশি তৃণমূল মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং তৃণমূল কংগ্রেসের মুখপাত্রও বটে। এছাড়াও তিনি রাজ্যের বিদুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা স্বরূপ বিশ্বাসের স্ত্রী। বোঝাই যাচ্ছে শাসক দলের জুঁই বিশ্বাসের স্থান বেশ শক্তপোক্ত। 

অন্যদিকে পর্দার জুঁইয়ের নির্বাচনী কেন্দ্র টালিগঞ্জ। আর বাস্তবের ‘জুঁই’য়ের বাড়িও সেই একই নির্বাচনী কেন্দ্রে। তবে, পর্দার নামের সঙ্গে বাস্তবের নাম মিলে গেলেও, অমিলও রয়েছে। যেমন ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এর প্রেক্ষাপটে ‘জাতীয় গণশক্তি সংগঠন’ একটি বাম দল। কিন্তু যে দলের কাউন্সিলর জুঁই বিশ্বাস তা একেবারে উল্টো মেরুর।

অবশ্য, বাস্তবের জুঁই বিশ্বাস (Jui Biswas) ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এর এই দৃশ্যটি সম্পর্কে অবদত। ফোনে তাঁকে ধরা মাত্রই খানিক হাসতে হাসতে বললেন, ‘আমার বিষয়টি বেশ মজাদার লেগেছে,’ কাকতালীয় লেগেছে কি?‘আমার তা মনে হয়নি, কোথাও গিয়ে মনে হয়েছে, প্রতিহিংসাপরায়ণ উদ্দেশ্য রয়েছে। আসলে, এখন তো বিনোদন জগতেও রাজনীতি ঢুকে গিয়েছে। কে যে কীভাবে নিজের কার্যসিদ্ধি করছে, তা বলা মুশকিল!’ প্রশ্ন ছিল, ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এর দৃশ্যে একটি বামপন্থী দল থেকে আপনার সম নামের একজনকে টলিগঞ্জ থেকে প্রার্থী ঘোষণা করা হল, যদি এটা একটি ডানপন্থী দল হতো, ধরা যাক তৃণমূল কংগ্রেসই সেই দলের নাম হতো, তাহলে কি বিষয়টি প্রতিহিংসাপরায়ণ না মনে হয়ে, আরও একটু বেশি ভাল লাগত? ‘তৃণমূল কংগ্রেস থেকে প্রার্থীটি দাঁড়ালে নিঃসন্দেহে বেশি ভাল লাগত। আমি যখন ২০১০ সালে জনপ্রতিনিধি হই, তখন দল ক্ষমতায় আসেনি, তাই আবেগ রয়েছে। আমি জানি না এই দৃশ্যটির পিছনে রাজনৈতিক উদ্দেশ্য আদৌ রয়েছে কি না। তবে আমার মজার লেগেছে। যিনি লিখেছেন, তিনি মাথা খাটিয়েছেন, অস্কার দেওয়া উচিৎ। একটু বেশিই বেড়ে খেলেছেন!’ হাসিতেই জুঁই বিশ্বাস (Jui Biswas) শেষ করলেন শেষের কথাটুকু।


ভিডিও স্টোরি