শেষ আপডেট: 2nd February 2025 11:24
দ্য ওয়াল ব্যুরো: ফেব্রুয়ারি মাসের প্রথম সকালে, বাংলার অন্যতম দুই সুপারস্টারের সোশ্যাল পোস্ট ছিল প্রায় এক সময়েই। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)এবং জিৎ (Jeet, Superstar Jeet)। তাঁদের পোস্টে যা লেখা, তা বাংলায় তর্জমা দাঁড়ায়, ‘৩রা ফেব্রুয়ারির জন্য আপনি তৈরি নন’। রয়েছে নেটফ্লিক্সের লোগো। লেখা ‘পরবর্তীতে নেটফ্লিক্সে’।
এরপর থেকেই চারপাশে গুঞ্জন। ঠিক কী হতে চলেছে ৩ তারিখ। নেটিজেনদের একের পর এক প্রেডিকশনে ভরে যাচ্ছে কমেন্ট বক্স। নানা মুনির নান মত। কিন্তু এই যে ধুনো দুই সুপারস্টার দিলেন তা ঠিক কী?
প্রায় ১১ মাস আগে মুক্তিপ্রাপ্ত নীরজ পাণ্ডে পরিচালিত ‘খাকি: দ্য বেঙ্গ চাপ্টার’ টিজার অ্যানাউন্সমেন্টে ভিডিওতে দেখা গিয়েছিল পশ্চিমবঙ্গের মানচিত্র। ‘দ্য বিহার চ্যাপ্টার’-এর লেখক এবং পরিচালক নীরজ পান্ডে, দ্য বেঙ্গল চ্যাপ্টারের নিয়েও বেশ মুখিয়ে রয়েছেন।
পশ্চিমবঙ্গের আইন প্রয়োগকারী কর্মকর্তা এবং অপরাধীদের দ্বন্দ্বকে কেন্দ্র করে আবর্তিত হবে ছবির গল্প, ঠিক যেমনটি ছিল খাকির প্রথম পর্বে। শোনা যাচ্ছে, চলতি মাসের শেষের নেটফ্লিক্সে মুক্তি পেতে পারে ‘খাকি: দ্য বেঙ্গ চাপ্টার’। তাঁর প্রথম ঝলক মুক্তি পেতে পারে ৩রা ফেব্রুয়ারি। ওয়েব সিরিজটি যেহেতু বাংলার প্রেক্ষাপট ঘিরেই, তাই স্বাভাবিকভাবে তাতে রয়েছে বাংলার বেশ কিছু অভিনেতা-অভিনেত্রী। নীরজের সিরিজটিতে অভিনয় করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee, জিৎ, পরমব্রত চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, রাহুল দেব বসু, ঋত্বিক ভৌমিক, শ্রুতি দাস, শোলাঙ্কি রায়, প্রমুখ। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন চিত্রাঙ্গদা সিংও।
প্রথম ঝলক মুক্তি পাওয়ার আগে নিজেদের সোশ্যাল মিডিয়ায় তারই খানিক আভাস দিলেন বাংলার দুই সুপারস্টার! প্রসঙ্গত খাকি দ্য বেঙ্গল চ্যাপাটারের শুটিংয়ের অনেক অংশই হয়েছে শ্যামবাজারের মোহনলাল স্ট্রিটে। জুন মাসে হয় শুটিং। কিছু স্থানীয় বাড়ি রঙ করা হয়েছিল এবং বেশ কয়েকটি বাড়ির সামনে কিছু নতুন সাইনবোর্ডও লাগানো হয়েছিল। জিৎ (Jeet, Superstar Jeet) ছিলেন সেই শুটিংয়ের অংশে। তাঁকে দেখার জন্য কৌতুহলী জনতার ভিড় ছিল দেখার মতো।