শেষ আপডেট: 12th April 2023 14:47
দ্য ওয়াল ব্যুরো: বাবা ছেলের সম্পর্কের গল্প ২০২২ সালে বছরের শেষের দিকে মন ছুঁয়েছিল বাঙালি দর্শকের। দেব-মিঠুনের ছবি প্রজাপতির (Projapoti) বক্স অফিস কালেকশনও ছিল নজরকাড়া। এবার সেই সুপারহিট ছবি প্রজাপতি আসতে চলেছে ছোটপর্দায়।
১৪ এপ্রিল অর্থাৎ পয়লা বৈশাখের দিনই দুপুরে প্রজাপতি দেখা যাবে জি বাংলার পর্দায়। পাশাপাশি, জি ফাইভেও ওইদিন মুক্তি পাবে এই ছবিটি। নববর্ষেই ওয়ার্ল্ড ডিজিটাল প্রিমিয়ার (world digital premier) হতে চলেছে প্রজাপতির। ডিজিটাল প্রিমিয়ারের পর ছবির আয় যে আরও বাড়বে তা নিয়ে নিশ্চিত প্রযোজক থেকে ছবির সঙ্গে যুক্ত কলাকুশলীরা সকলেই।
প্রসঙ্গত, 'প্রজাপতি'র মাধ্যমেই প্রথমবার বড় পর্দায় মুখ দেখালেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা। এই ছবিতে মমতা শঙ্কর, কণীনিকা, অম্বরীশের মতো অভিনেতা অভিনেত্রীদেরও দেখা গেছে দেব-মিঠুন-শ্বেতার পাশাপাশি।
অবিবাহিত ছেলের বিয়ে নিয়ে চিন্তিত বাবা কীভাবে বিয়েতে রাজি করান তাঁর ছেলেকে এই নিয়েই গড়ে উঠেছে 'প্রজাপতি'র গল্প। প্রজাপতি ছবিতে দীর্ঘদিন বাদে পর্দায় দেখা গিয়েছিল মিঠুন চক্রবর্তীকে। ছবিতে তাঁর উপস্থিতি নিয়ে নানারকম কটাক্ষও ধেয়ে এসেছিল একাধিক মহল থেকে। তবে, বাংলার দর্শক যে ভালবেসেছেন বাবা ছেলের গল্প তা বোঝা যায় ছবির লক্ষ্মীলাভের খতিয়ানে চোখ রাখলেই। আপাতত, পয়লা বৈশাখের দুপুরে নিখাদ বাঙ্গালিয়ানায় ভরপুর এই ছবি দেখতে উদ্গ্রীব সকলেই।
আমিই দায়ী’… নীতু সুজানের ঠান্ডা যুদ্ধের মাঝেই ভাইরাল ক্যাটরিনার পুরনো ভিডিও