শেষ আপডেট: 17th March 2025 15:50
ছবিটির নাম ছিল মোক্ষ। পরে তা বদলে রাখা হয় ‘সাদা রঙের পৃথিবী’। রাজর্ষি দে (Rajorshi Dey) পরিচালিত সেই ছবি মুক্তি পায় গত বছর ফেব্রুয়ারি মাসে। প্রযোজক ছিলেন শ্রাবণী পাল, সুশান্ত সেনগুপ্ত এবং রাজর্ষি দে নিজে। সুশান্তের স্ত্রী, শ্রাবণী পাল এক সময়ে রাজর্ষি দের সঙ্গে চাকরি করতেন। সেই সূত্রেই আলাপ। আমেরিকা নিবাসী সুশান্ত চাইছিলেন বাংলা ছবির প্রযোজনায় যুক্ত হবেন। সুশান্তকে রাজর্ষির সঙ্গে আলাপ করিয়ে দেন শ্রাবণী। তারপরে ঘটনা বললেন, সুশান্ত নিজেই, ‘রাজর্ষি আমায় বলেন, এটা খুব বড় প্রজেক্ট, বিজেপি সরকারের সমর্থিত এই ছবি, কাশীতে শুটিং হচ্ছে, নরেন্দ্র মোদীর হোমগ্রাউন্ড, এছাড়াও আমাকে অনেক নথি পাঠায় সেখানে বিজেপি সংক্রান্ত লেখালিখি ছিল। এভাবেই আমার বিশ্বাস অর্জন করে রাজর্ষি।’
এও অভিযোগ, পরিচালক রাজর্ষি দে (Rajorshi Dey), প্রযোজক সুশান্তকে বলেন, ছবি রিলিজের সময়, রাজভবন থেকে তাঁদের ডাক আসবে। অভিযোগ, প্রায় ১ কোটি ৭০ লক্ষ টাকা ছবির জন্য রাজর্ষিকে দিয়েছেন প্রযোজক। ‘আমাকে বলা হয়, ছবিটা আগেই বিক্রি হয়ে গিয়েছে। সিনেমার খরচপাতির ৮৫ শতাংশ টাকা, চ্যানেল কর্তৃপক্ষ দিয়ে দেবে। কিন্তু তা হয়নি। একটি টাকাও আমি পাইনি।’ বলেন সুশান্ত। সুশান্ত যোগাযোগ করেছিলেন চ্যানেল কর্তৃপক্ষর সঙ্গে, তাঁরা জানান যে এই নথিপত্র ভুয়ো। সুশান্ত ‘দ্য ওয়াল’কে বলেন, ‘আমি ওর নামে এফআইআর করিনি, কিন্তু ওর বিষয়ে যা খবর পেলাম, এবার করব।’
এখানেই শেষ নয়। সুশান্তবাবু আরও গুরুতর এক অভিযোগ আনেন রাজর্ষি দের (Rajorshi Dey) বিরুদ্ধে। ‘দ্য ওয়াল’ কে সুশান্তবাবু বলেন, ‘গত দু’মাস আগে ফের মাননীয় শ্রী স্বরূপ বিশ্বাসের নাম করে আমার থেকে প্রায় ২ লক্ষ টাকা নেন রাজর্ষি!’ প্রশ্ন করা হয়, ছবি রিলিজের প্রায় ১ বছর পর কেন ফের টাকা চাইলেন রাজর্ষি? সুশান্তর বক্তব্য ‘আমার ছবিটা বেসরকারি চ্যানেলে বিক্রি করে ৮৫ শতাংশ যে টাকা ফেরতের কথা ছিল, তা পাইনি। আমি ওকে চাপ দিতে থাকি। ওর (রাজর্ষি) সঙ্গে কাজ করত শুক্লা বি হাজরা, সে দু’মাস আগে আমাকে কল করে। বলে, স্বরূপ বিশ্বাসের অফিস থেকে টাকা রিলিজ হবে, উনি সরকারের লোক। সেই টাকা পেতে হলে ১০ শতাংশ বক্স অফিসে দিতে হবে। আমি এরপর আবার প্রায় সোয়া দু’লক্ষ টাকা দিই। ভাবুন একবার, দেড় কোটি টাকা পাওয়ার জন্য, আমি আরও দু’লক্ষ টাকা দিই।’
গোটা বিষয়টি জানানো হয় ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান্স এবং ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি স্বরূপ বিশ্বাসকে (Swarup Biswas)। তিনি বলেন, ‘যদি এই ঘটনার কোনও সত্যতা থাকে এবং প্রযোজকের পক্ষ থেকে আমার কাছে অভিযোগ আসে, কঠোর আইনি ব্যবস্থা নেব। নিশ্চিত করব আগামী দিনে তিনি যেন ইন্ডাস্ট্রির বুকে ন্যক্কারজনক ঘটনা না ঘটাতে পারে।’
‘দ্য ওয়াল’-এর পক্ষ থেকে ফোনে ধরা হয়, ‘অভিযুক্ত’ পরিচালক রাজর্ষিকে, তিনি বলেন, ‘সরকারের নাম করে, কোনও টাকাই নেওয়া হয়নি!’ প্রসঙ্গত ১১ মার্চ পরিচালক রাজর্ষি দের বিরুদ্ধে বিধাননগর ইলেক্ট্রনিক্স কমপ্লেক্স থানায় জালিয়াতি মামলায় এফআইআর দায়ের করে বেসরকারি চ্যানেল। সূত্রের খবর গোটা ঘটনায় শুধু রাজর্ষি দে নয়, সুজয় কুট্টি এবং শুক্লা বি হাজরা নামক দুই জনৈক জড়িত।