অভিযোগের পাহাড়
শেষ আপডেট: 13th March 2025 21:16
দ্য ওয়াল ব্যুরো: প্রতিবাদটা প্রথম করেছিলেন মডেল কিরণ মজুমদার। প্রাক্তন প্রেমিক সায়ন্ত মোদকের বিরুদ্ধে মারধর, অত্যাচার, হেনস্থাসহ একাধিক অভিযোগ এনেছিলেন তিনি। তাঁকে সমর্থন জানিয়েছিলেন, সায়ন্তের আর এক প্রাক্তন দেবচন্দ্রিমা সিংহ রায়ও। কিরণ, দেবচন্দ্রিমার পর এবার সায়ন্তকে নিয়ে দীর্ঘ নীরবতা ভাঙলেন প্রিয়াঙ্কা মিত্র। পেশায় অভিনেত্রী প্রিয়াঙ্কাও সায়ন্তর সঙ্গে সম্পর্কে ছিলেন। দেবচন্দ্রিমার সঙ্গে প্রেম ভাঙার পর, কিরণের সঙ্গে প্রেম শুরু হওয়ার আগের সময়টা প্রিয়াঙ্কার সঙ্গে সম্পর্কে ছিলেন সায়ন্ত।
তাঁর কথায়, "ভগবান যখন চাপকানো শুরু করবে তখন কেউ পার পাবে না। কখনও সত্যিটা সামনে আনিনি। তবে এবার আনব। তোর যে কী সব বক্স আছে না (সায়ন্তর ইউটিউব চ্যানেল, দ্য কনফিউজড বক্স) সে সবের সাবস্ক্রাইবার কমে যাবে। এখনও কথা বলার মতো অবস্থা আছে তোর? আমি জানি নিজেকে ঠিক প্রমাণ করার জন্য ভিডিয়ো আসবে। অবাক হয়ে যাই, আর কত মিথ্যে?" অভিনেতা শুভ্রজিৎ সাহার সঙ্গে রেজিস্ট্রি হয়ে গিয়েছে প্রিয়াঙ্কার। সায়ন্তর সঙ্গে বিচ্ছেদের পর তাঁর সঙ্গেই সম্পর্কে জড়ান তিনি। সায়ন্ত ও শুভ্রজিৎ বন্ধু। অনেকেই ভেবেছিলেন, প্রিয়াঙ্কাই বোধহয় সায়ন্তকে ছেড়ে তাঁর বন্ধুর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন। এই নিয়ে অতীতে বহু কথাও শুনতে হয় প্রিয়াঙ্কাকে।
তা নিয়ে এতদিন চুপ থাকলেও এ দিন প্রিয়াঙ্কা বলেন, "অসুস্থ প্রেমের কথা তো আগেও বলেছিলাম। অসভ্য, অভদ্র, অসুস্থ। সাইকো কিলার ও। সাইকোপ্যাথ। চার নম্বর যে গাধা-গরুটাকে বলি দেবে ভাবছ, করো না। চলে যাবে যে, আগে ক্লোজার দিয়েছিলি? নিজের মুখটা আয়নায় দেখতে পারছিস? থ্যাঙ্ক গড তুই আমার গায়ে হাত দিসনি। না হলে যে কী হত! একটার পর একটার মেয়ের ক্ষতি করে যাচ্ছিস। শুভ্রজিৎকে চিটার ফ্রেন্ড বলা হয়েছিল। ও কি নিজের একবারও জানিয়েছিল ও আমাকে ছেড়ে চলে যাচ্ছে?"
পাশাপাশি একটা প্রশ্ন করেছেন প্রিয়াঙ্কা। তাঁর বক্তব্য, "যদি সত্যিই শুভ্রজিতের জন্যই সেই ব্যক্তিকে ছাড়তাম তবে আমাদের ব্রেকআপের পরেও কি শুভ্রজিৎ তার সঙ্গে ভিডিয়ো দিতো?" এর আগে অবশ্য তাঁর বিরুদ্ধে আনা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছিলেন সায়ন্ত। এক ভিডিয়োবার্তায় দাবি করেছিলেন, তাঁর নামে যা বলা হচ্ছে তা মিথ্যে। যদিও নেটিজেনদের বক্তব্য, মিথ্যে বলছেন সায়ন্তই! তাঁদের দাবি, 'দেবচন্দ্রিমা, প্রিয়াঙ্কা ও কিরণ-- একসঙ্গে তিন মেয়ে মিথ্যে বলতে পারেন না"।