শেষ আপডেট: 18 July 2023 05:22
দ্য ওয়াল ব্যুরো: তিনি কখনও মেরি কম আবার কখনও কাশীবাই। 'কোয়ান্টিকো' থেকে 'সিটাডেল' তাঁর অভিনয়ে মুগ্ধ আট থেকে আশি। তিনি প্রিয়াঙ্কা চোপড়া, মঙ্গলবার পূর্ণ করলেন ৪১ বছর (priyanka chopra turned 41)। অভিনেত্রীর জন্মদিনে তাঁকে শুভেচ্ছায় ভরালেন বলিউডের সতীর্থ থেকে শুরু করে তাঁর মা মধু চোপড়া, বোন পরিণীতি সহ আরও অনেকে।
ইনস্টাগ্রাম স্টোরিতে করিনা তাঁর এবং প্রিয়াঙ্কার একটি সাদা কালো ছবি পোস্ট করে লিখেছেন 'শুভ জন্মদিন প্রিয়াঙ্কা, অভিনয় দিয়ে এই ভাবেই বিশ্বকে শাসন করতে থাকো।' প্রিয়াঙ্কাকে শুভেচ্ছা জানিয়েছেন অনুষ্কা শর্মাও। করিনার মতোই বিরাট ঘরণীও ইনস্টাগ্রাম স্টোরিতে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর বলিউড সতীর্থকে।
শুভেচ্ছা জানানোর তালিকায় সতীর্থদের পাশাপাশি রয়েছেন প্রিয়াঙ্কার আপনজনরাও। অভিনেত্রীর মা মধু চোপড়া এদিন মা-মেয়ের নানা মুহূর্তের অনেকগুলি ছবি রিলস ভিডিও বানিয়ে আপলোড করেন ইনস্টাগ্রামে। পাশাপাশি, অভিনেত্রী পরিণীতি চোপড়াও তাঁর 'মিমি দিদি'কে জানিয়েছেন জন্মদিনের শুভেচ্ছা।
প্রসঙ্গত, প্রিয়াঙ্কা এই মুহূর্তে হলিউডে সাগ-আফট্রার ডাকে অভিনেতাদের আন্দোলনে যোগ দিয়েছেন। ফলে আপাতত তাঁর আগামী ছবি 'হেডস অফ স্টেট'-এর শ্যুটিং স্থগিত রয়েছে। 'দেশি-গার্ল'এর এই পদক্ষেপকে কুর্নিশ জানাচ্ছেন বলিউড এবং হলিউডের অনেকে।
‘সাগ-আফট্রার সঙ্গে আছি’, হলিউডের আন্দোলনে এবার শামিল প্রিয়াঙ্কা চোপড়া