শেষ আপডেট: 29th March 2023 09:43
দ্য ওয়াল ব্যুরো: প্রিয়াঙ্কা চোপড়ার (Priyanka Chopra) বলিউড থেকে হলিউড যাত্রার পথটা যে কোনও অভিনেতাদের কাছেই স্বপ্নের মতোই। সেই পথের সফর প্রিয়াঙ্কা চোপড়ার মতো হয় না বেশিরভাগেরই। কিন্তু হলিউডে এই মুহূর্তে সবচেয়ে সফল ভারতীয় অভিনেত্রীর এই সফর কি সত্যিই এতটা মসৃণ ছিল?
হলিউডে তাঁর যাত্রার নেপথ্য কাহিনি জানা গেল প্রিয়াঙ্কার নিজের মুখেই। 'আর্মচেয়ার এক্সপার্ট' নামক একটি অনুষ্ঠানে বলিউডের বর্ণবিদ্বেষ (racism) নিয়ে সরব হতে শোনা গেল অভিনেত্রীকে। তাঁর কথায়, এই বর্ণবিদ্বেষ নিতান্তই স্বাভাবিক দৃষ্টিতেই দেখা হয় বলিউডে (bollywood)। পাশাপাশি, গায়ের রং ফর্সা হলে প্রথম থেকেই বিশেষ সুবিধা মেলে এমনই বক্তব্য প্রিয়াঙ্কার।
এক বিজ্ঞাপনের প্রসঙ্গ উঠে এসেছে প্রিয়াঙ্কার এই সাক্ষাৎকারে। গায়ের রং কালো হওয়ায় একটি মেয়ে নিজের স্বপ্ন পূরণ করতে পারছে না, ফর্সা হওয়ার ক্রিম মেখে গায়ের রং পালটে সে পেয়ে যাচ্ছে স্বপ্নের চাকরি, মনের মতো প্রেমিক এমনই চিত্রনাট্যের বিজ্ঞাপনে অভিনয় করতে হয়েছিল তাঁকে। এই বিজ্ঞাপনের প্রসঙ্গেই অভিনেত্রীর বক্তব্য এরকম বিজ্ঞাপন যথেষ্ট প্রতিকূল বার্তা দেয়।
বিজ্ঞাপনের পাশাপাশি, একাধিক ছবিতেও প্রিয়াঙ্কার নিজস্ব গায়ের রং ঢেকে দেওয়া হয়েছিল মেকআপ এবং আলোর মাধ্যমে, এমনটাই দাবি অভিনেত্রীর। কেরিয়ারের শুরুর দিকে বাধ্য হয়েই এই ধরণের চরিত্র করতেন প্রিয়াঙ্কা। প্রসঙ্গত, এক ছবিতে তাঁর অভিনীত চরিত্রের গায়ের রং ছিল দুধের মতো সাদা। সেই ছবির স্মৃতিচারণ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, চরিত্রের মতো গায়ের রং না হওয়ার কারণে তাঁকে ফর্সা দেখানোর জন্য যথেষ্ট মেকআপ দেওয়া হয়েছিল সেই ছবিতে।
বর্ণবিদ্বেষ প্রসঙ্গ ছাড়াও বলিউডের অন্তর্দ্বন্দ্ব নিয়েও মুখ খুলেছেন প্রিয়াঙ্কা এই সাক্ষাৎকারে। তাঁর মতে বলিউডে তাঁকে একপ্রকার কোণঠাসা করা হচ্ছিল। কিছুতেই মনের মতো চরিত্র পেতে দেওয়া হচ্ছিল না তাঁকে। এই রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নিতেই হলিউডে পাড়ি দেওয়ার সিদ্ধান্ত নেন প্রিয়াঙ্কা। এই মুহূর্তে নিজের কেরিয়ারের অবস্থান নিয়ে সুখী পিগি চপস।
শাহরুখের গ্যারেজে ১০ কোটির রোলস রয়েস, ছবি দেখে তাজ্জব নেটদুনিয়া