শেষ আপডেট: 6th November 2024 13:08
দ্য ওয়াল ব্যুরো: শেষবার দেশে এসেছিলেন ভাইয়ের বিয়ে উপলক্ষ্যে। তারপর প্রিয়াঙ্কা চোপড়াকে সেভাবে আর মুম্বইতে দেখা যায়নি। মার্কিন গায়ক নিক জোনাসের সঙ্গে ঘর বেঁধে বিদেশেই রয়েছেন তিনি। তবে গত ১৬ অক্টোবর ভারতে আসেন 'দেশি গার্ল'। বলিউডে এক সময় চুটিয়ে কাজ করেছেন। একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের। তারপরে তাঁকে আর দেখা যায়নি বলিউডে।
অনেক বছর হল হলিউডে পাড়ি দিয়েছেন প্রিয়াঙ্কা। সেখানেও জমিয়ে কাজ করছেন। গান থেকে শুরু করে টিভি সিরিজ় ও ছবিতে দেখা যাচ্ছে। এর পাশাপাশি রিয়্যালিটি শো নিয়েও ব্যস্ত অভিনেত্রী। হলিউডে ‘কোয়ান্টিকো’, ‘বেওয়াচ’, ‘দ্য ম্যাট্রিক্স রিসারেকশন্স’ এবং সম্প্রতি ‘সিটাডেল’-এর মতো ছবিতে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন দেশি গার্ল।
বলিউড ছেড়ে হলিউডে পা রাখার সঙ্গে সঙ্গেই যে তিনি এতটা জনপ্রিয়তা পেয়েছিলেন, তা কিন্তু একেবারেই নয়। হলিউডে সফরের শুরুর দিকে কেবল কয়েকটি ‘বি-গ্রেড’ ছবিতেই অভিনয় করতে দেখা গিয়েছিল প্রিয়াঙ্কাকে। তারপরে ধীরে ধীরে হলিউডে নিজের জায়গা পাকা করে নেন অভিনেত্রী।
কেন তিনি বলিউডের হিট সিনেমা ছেড়ে হলিউডের ‘বি-গ্রেড’ সিনেমায় অভিনয় করতেন, তা নিয়ে বিভিন্ন সাক্ষাৎকারে তাঁকে প্রশ্ন করা হলেও কোনও দিনই মুখ খোলেননি তিনি। তবে এবার এই প্রশ্নের উত্তর দিলেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি বলেন, 'আমি অনেকবার লক্ষ্য করেছি, বলিউডে আমাকে ক্রমশ কোণঠাসা করা হচ্ছিল। এমনকি একটা সময়ের পরে আমাকে কোনও ছবিতে নেওয়াও হচ্ছিল না। প্রথমে আমাকে প্রস্তাব দেওয়া হলেও, পরে সেই সিদ্ধান্ত পাল্টে ফেলছিলেন ছবি নির্মাতারা।'
তিনি আরও বলেন, 'আমি ইন্ডাস্ট্রির অন্দরের এত রাজনীতি আর মেনে নিতে পারছিলাম না। বলিউড ছাড়তে বাধ্য হই। তাছাড়া হলিউডে যে কোনও ছোটখাটো চরিত্রে অভিনয়ে রাজি হয়েছিলাম প্রথম প্রথম। তার পিছনে একটাই কারণ, ইংরেজি ভাষায় ফিল্মোগ্রাফ অর্থাৎ ছবি করার অভিজ্ঞতা সঞ্চয় করতে হত আমাকে। সেটা করতে পেরেছি।'