শেষ আপডেট: 9th January 2025 12:02
দ্য ওয়াল ব্যুরো: না, শুধু বলিউড অভিনেত্রী নন, গ্লোবাল স্টার প্রিয়াঙ্কা চোপড়া। তিনি এবার এক্সিকিউটিভ প্রোডিউসার হিসেবে যুক্ত হয়েছেন অস্কারের দৌড়ে। নেপথ্যে শর্ট ফ্লিম 'অনুজা'। অস্কারের শর্টলিস্টে 'অনুজা'-র নাম রয়েছে। এই ছবির এক্সিকিউটিভ প্রোডিউসার হিসেবে কাজ করেছেন প্রিয়াঙ্কা। 'ভ্যারাইটি' ম্যাগাজিনে এই খবর প্রকাশিত হয়েছে।
৯ বছর বয়সী অনুজাকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে এই সিনেমা। যে তার বড় বোন পলকের সঙ্গে একটি গার্মেন্টস কারখানায় কাজ করে। ছবিটি অনুজার জীবনের এমন একটি সিদ্ধান্ত নিয়ে তৈরি, যা তার ভবিষ্যৎ এবং পরিবারের ওপর পরবর্তীতে বিরাট প্রভাব ফেলবে।
ছবিটির বিষয়ে প্রিয়াঙ্কা বলেছেন, 'এই সুন্দর সিনেমাটি এমন একটি বিষয়কে কেন্দ্র করে নির্মিত, যা বিশ্বজুড়ে লক্ষ লক্ষ শিশুর জীবনকে প্রভাবিত করবে, এমনটা মনে করা হয়েছে। তারা একদিকে তাদের অদৃশ্য ভবিষ্যৎ এবং অন্যদিকে বর্তমান বাস্তবতার মধ্যে ভারসাম্য খুঁজে পেতে লড়াই করে। এই নিয়েই গোটা গল্প।'
ছবিটি তৈরি হয়েছে 'সালাম বালাক ট্রাস্ট' (SBT)-এর সহযোগিতায়, যা মীরা নায়ারের পরিবারের প্রতিষ্ঠিত একটি অলাভজনক সংস্থা। এটি পথশিশু ও কর্মজীবী শিশুদের সহায়তায় কাজ করে। এছাড়া প্রযোজনায় রয়েছে 'শাইন গ্লোবাল', যারা আগে অস্কারজয়ী ছবি 'ওয়ার/ডান্স' (২০০৭) এবং 'ইনোসেন্টে' (২০১২) প্রযোজনা করেছে, এবং 'কৃষাণ নাইক ফিল্মস'। ছবিটির অন্যতম প্রযোজক মাইন্ডি কালিং এবং অস্কারজয়ী গুণীত মঙ্গা কাপুরও এই প্রোজেক্টের সঙ্গে যুক্ত।
এই ছবিটি গুণীত মঙ্গার তৃতীয় অস্কার মনোনয়ন হতে পারে। এর আগে তাঁর দুটি প্রজেক্ট 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স' এবং 'পিরিয়ড: এন্ড অফ সেনটেন্স' অস্কার জয় করেছিল, যা ভারতীয় সিনেমার জন্য গৌরব। এছাড়া, আরেকটি ভারতীয় ছবি 'সন্তোষ' এখনো অস্কার দৌড়ে রয়েছে।
ব্রিটিশ-ভারতীয় পরিচালক সন্দ্যা সুরির নির্মিত এই ছবিতে অভিনয় করেছেন শাহানা গোস্বামী। এটি এ বছরের কান চলচ্চিত্র উৎসবের 'Un Certain Regard' বিভাগে প্রদর্শিত হয় এবং যুক্তরাজ্যের পক্ষ থেকে অস্কারে আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হয়েছে।