শেষ আপডেট: 6th April 2023 10:59
দ্য ওয়াল ব্যুরো: এগ ফ্রিজিং (egg freezing) কী জানেন?
প্রিয়ঙ্কা চোপড়া থেকে শুরু বলিউডের এমন অনেক অভিনেত্রীই আছেন যাঁরা তাঁদের কমবয়সে ডিম্বাণু সংরক্ষণ করে রেখেছিলেন। বিশ্বজুড়েই এখন এগ ফ্রিজিং-এর দিকে ঝুঁকছেন মহিলারা। নানা কারণে অনেক মহিলাই বিয়ের পর সন্তানধারণ করতে চান না। বেশি বয়স পর্যন্ত পুরুষরা প্রজননে সক্ষম হলেও মহিলাদের ক্ষেত্রে তা সম্ভব নয়। তাই এগ ফ্রিজ বা ডিম্বাণু সংরক্ষণ করে রাখলে পরবর্তী সময়ে মা হওয়াতে তেমন সমস্যা হয় না।
এগ ফ্রিজিং (egg freezing) কী?
‘উসাইট ফ্রিজিং’ এমন এক বিজ্ঞানসম্মত পদ্ধতি যার মাধ্যমে ডিম্বাণু ভবিষ্যতের জন্য সংরক্ষণ করে রাখা যায়। খুব কম সাব-জিরো তাপমাত্রায় এই সংরক্ষণ করা হয়, তাই একে ক্রায়োপ্রিজার্ভেশন বলে। এগ ফ্রিজিং নিয়ে এখন এত চর্চা কিন্তু এই পদ্ধতি অনেক আগেই এসেছে।
মেয়েরা এখন অনেক স্বনির্ভর। সিঙ্গল মাদার হতেও চাইছেন অনেকে। কেরিয়ারের চাপ সামলে যখন মাতৃত্বের স্বাদ পেতে চাইছেন মহিলারা তখন বয়স পেরিয়ে যাচ্ছে অনেকটাই। কিন্তু এর পরেও আধুনিক চিকিৎসা পদ্ধতিতে সন্তানধারণ সম্ভব। আইভিএফ বা ইনভিট্রো ফার্টিলাইজেশন পদ্ধতিতে সে অসম্ভবকে সম্ভব করার পদ্ধতি অনেকদিন আগেই আবিষ্কার করে গেছে। স্পার্ম ফ্রিজিং (শুক্রাণু সংরক্ষণ) যেমন করা যায় তেমনই উসাইট বা ডিম্বাণু সংরক্ষণও করা সম্ভব।
কীভাবে ডিম্বানু সংরক্ষণ করা হয়?
ইনভিট্রো ফার্টিলাইজেশনের মতোই এই প্রক্রিয়া। শরীর বুঝে হরমোন ইঞ্জেকশন দিয়ে ডিম্বানুর পরিমাণ বাড়ানো হয়। তারপর ডিম্বাণু এক্সট্র্যাক্ট করে বা বের করে তা সংরক্ষণ করা হয়। সেক্ষেত্রে যে পদ্ধতি নেওয়া হয তাকে বলে ভিট্রিফিকেশন। অর্থাৎ র্যাপিড ফ্রিজিং। শরীর থেকে যে পদ্ধতিতে ডিম্বানু বের করা হয় তাকে বলে ট্রান্সভ্যাজাইনাল উসাইট রিট্রিভাল।
ডিম্বাণুকে তরল নাইট্রোজেনে -১৯৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করা হয়। তার আগে ডিম্বাণুর মধ্যে যে জলের পরিমাণ থাকে তা বের করে নেওয়া হয়। কারণ ক্রায়োপ্রিজার্ভেশনের সময় অতিরিক্ত জল থাকলে তাতে ক্রিস্টাল তৈরি হয়ে যায়। -৬০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছলেই দেখা যায় ক্রিস্টাল তৈরি হতে শুরু করেছে, তখন ডিম্বাণুর আকার ও গুণগত মান নষ্ট হয়ে যেতে থাকে। তাই ভিট্রিফিকেশন পদ্ধতিতে জল বের করে ফেলা হয়। ডিএমএসও নামে একধরনের রাসায়নিক ব্যবহার করে ডিম্বাণুকে -১৯৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিয়ে যাওয়া হয় এবং সংরক্ষণ করা হয়। এই হিমশীতল তাপমাত্রায় যতদিন খুশি ডিম্বাণু সংরক্ষণ করে রাখা যায়।