শেষ আপডেট: 18th July 2022 11:29
দ্য ওয়াল ব্যুরো: দেখতে দেখতে জীবনের ৪০টা বসন্ত পার করে ফেললেন বলিউডের ‘দেশি গার্ল’ (priyanka chopra)। স্বামী, সন্তান নিয়ে এখন তাঁর ভরা সংসার। লস অ্যাঞ্জেলসের বিলাসবহুল বাংলোয় থাকেন প্রিয়াঙ্কা চোপড়া। সদ্য মা হয়েছেন তিনি। মেয়ের নাম রেখেছেন মালতি মেরি জোনাস।
বলিউডে (bollywood) প্রিয়াঙ্কাকে আজকাল আর তেমন দেখা যায় না। বিদেশেই নিজেকে গুছিয়ে নিয়েছেন তিনি। পরিচিত বাড়িয়ে চলেছেন হলিউডে। তবে ভারতের সিনেমা জগতে প্রিয়াঙ্কা চোপড়া আজীবনের ‘দেশি গার্ল’। তাঁর জায়গাটা বি-টাউনে একান্তই তাঁর নিজের। আজ প্রিয়াঙ্কা চোপড়া জোনাসের ৪০ তম জন্মদিনে রইল হিন্দি সিনেমায় তাঁর কিছু মনে রাখার মতো অভিনয়ের স্মৃতিচারণ।
‘বরফি’তে আছে প্রিয়াঙ্কার জীবনের অন্যতম সেরা পারফরম্যান্স। রণবীর কাপুরের বিপরীতে এই ছবিতে প্রিয়াঙ্কা বিশেষভাবে সক্ষম একটি মেয়ের চরিত্রে অভিনয় করেছেন। ঝিমলি চ্যাটার্জী না পারে ভাল করে কথা বলতে, না পারে হাঁটাচলা দৌড়ঝাঁপ করতে। ‘দেশি গার্লের’ স্বভাবসিদ্ধ গ্ল্যামার সেখানে কোথায়? মেক-আপ ছাড়া প্রিয়াঙ্কার সাধারণ সাজ আর অসাধারণ অভিনয় দর্শকদের মনে লেগে থাকবে চিরকাল।
সঞ্জয় লীলা বনসালির এই ছবিতে মূল নায়িকা দীপিকা পাডুকোন। তবে পেশোয়া বাজিরাওয়ের (রণবীর সিং) প্রথম স্ত্রী কাশি বাঈয়ের চরিত্রে প্রিয়াঙ্কা চোপড়ার অভিনয় মনে দাগ কেটে গেছে সকলের। ‘পুরাতন প্রেম ঢাকা পড়ে’ যাওয়ার যন্ত্রণা এই ছবিতে প্রিয়াঙ্কার চোখে মুখে স্পষ্ট, দর্শকদেরও তা কাঁদিয়ে ছেড়েছে। ‘মাস্তানি’রূপী দীপিকার গ্ল্যামার কোনওভাবেই প্রিয়াঙ্কাকে ম্লান করতে পারেনি। বরং বনসালির এই ইতিহাস-আশ্রিত ড্রামায় নিজের স্বতন্ত্রতায় উজ্জ্বল প্রিয়াঙ্কা।
‘ফ্যাশন’ ছবিতে প্রিয়াঙ্কার অভিনয় তাঁকে এনে দিয়েছে ন্যাশানাল অ্যাওয়ার্ড। ছোট শহরের মেয়ে মেঘনা কীভাবে নিজের স্বপ্ন ছুঁয়েছে ঝলমলে মুম্বইয়ের রাস্তায়, কীভাবে অহংয়ের কাছে মুখ থুবড়ে পড়েছে তাঁর দৌড়, সবটাই খুঁটিয়ে বলা আছে এই ছবিতে। আর ছবির আদ্যোপান্ত জুড়ে ফ্যাশনের চোখধাঁধানো আঁকিবুঁকি কেটেছেন প্রিয়াঙ্কা নিজে। তিনিই এই ছবির প্রাণ।
ভারতের ‘সোনায় মোড়া’ বক্সিং গার্ল মেরি কমের বায়োপিকে নজর কেড়েছে প্রিয়াঙ্কা চোপড়ার অভিনয়। মেরি কমের চরিত্রের খুঁটিনাটি দারুণ দক্ষতায় পর্দায় ফুটিয়ে তুলেছেন প্রিয়াঙ্কা। চারকোণা কোর্টে বক্সিং গ্লাভস পরে তিনি যেন অবিকল মেরি কম হয়ে উঠেছিলেন। তাঁর কথাবার্তা, চালচলন, প্রতিটি অঙ্গভঙ্গি দেখে বোঝার উপায় ছিল না যে তিনি মণিপুরের গ্রামের মেয়ে মেরি নন, আসলে তিনি বলিউড দাপানো প্রিয়াঙ্কা চোপড়া। এই ছবিতে তাঁর অভিনয়ও ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
প্রিয়াঙ্কা চোপড়ার স্মরণীয় কাজের তালিকায় বিশাল ভরদ্বাজের ‘সাত খুন মাফ’ ছবির কথা না রাখলেই নয়। এই ছবি মূলত রাস্কিন বন্ডের ‘সুসান্না’স সেভেন হাজব্যান্ডস’ গল্পের চলচ্চিত্রায়ন। প্রিয়াঙ্কা এখানে এমন এক হতভাগ্য মেয়ে, যে নিজের ভালবাসার চেয়েও অনেক বেশি কিছু হারিয়েছে। চরিত্রের মধ্যে এক্কেবারে ঢুকে তাকে আত্মস্থ করে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা। এই ছবির জন্যেও তাঁকে অনেকদিন মনে রেখে দেবে বলিউড।
আরও পড়ুন: দাবা খেলায় নাকি তুখোড় ক্যাটরিনা! জন্মদিনে রইল অজানা আরও ৭ কথা